প্রেম❤️❤️❤️
নিবেদন
~~~~~~~~~~~~~~
প্রেম করেছি আমি
শিশির ভেজা ঘাসে
রাঙা শাড়ির পাড়ে।।
প্রেম করেছি আমি
রাঙা পায়ে নুপুরের
নাদ শুনতে শুনতে।।
প্রেম করেছি আমি
ললাটে তোমার আঁকা
পূর্ণচন্দ্র চাঁদ দেখে।।
প্রেম করেছি আমি
রাঙানো অসরল
ভেজা ঠোঁটের ফাঁকে।।
প্রেম করেছি আমি
আঁকা বাঁকা অঙ্গে
নমনীয় শরীরে ভাঁজে।।
প্রেম করেছি আমি
উড়ন্ত কালো কেশে
গহন ঘটা মনে করে ।।
প্রেম করেছি আমি
ঝিলের স্মিত পদ্ম
ভেবে নয়ন দুটি কে ।।
প্রেম করেছি আমি
চিত্তের মাঝে তোমার
দুই অংশের ফাঁকে।।
প্রেম করেছি আমি
তোমার নাক ফুল হয়ে
থাকবো কাছে কাছে।।
_________________
@...ইয়াসিন//০২-১০-১৯//