শিরোনাম- #পিরিতি_বর্ণহীনতা//
কলমঃ-ইয়াসিন সেপাই/
*********************************
যৌবনে তীর ছুড়ে ছিলিস যখন তুই,মোর বুকেতে,
     মনেতে ভীষণ জ্বালা নিভে ছিল, এক নিমেষে,
মনের ঘরে এঁকে ছিলাম ছবি,একটু একটু করে,
     না বলা কথা গুলো ছিল সব,রং তুলির আঁচড়ে।

আজও এ-লিনা তুই তীরের ক্ষত কতটা দেখিতে,
    পিরিতি অনলে পুড়ে ছাই হয়েছি আমি যে,
পিরিত আসিল যখন আমার মনের ঘরেতে,
    তুই দূরে চলে গেলি কিছু না বলে কি ভেবে.?

দূরে যদি চলেই যাবি, নীড় বুনে উড়ে গেলি কেন.?
    পাখনা ঝটপটিয়ে রক্তিম নয়নে দীর্ঘশ্বাস ফেলে.?
নীড় বোনা ছিল কি তোর ছলনা,নাকি ছিল সর্বনাশ.?

    কি ছিল তোর মনে, একবার বল্লি-না কাছে এসে.!
মনের দুয়ার খুলে বসে ছিলাম, দূর নয়নে দৃষ্টি রেখে,
    এ-কুল ছেড়ে ওকুলে পাড়ি দিলি, সুখের ঘর বাঁধিতে,
পাগলিনির কলস কাঁকে বাহির পথে,ছলনা অপেক্ষাতে,

   বুকের পাঁজর ভাংইয়া দিলি,কোন সে মোর অপরাধে.?
শুকয়ে যাওয়া মালাখানি দোল খেয়ে ঝরে যায় মাটির বিছানাতে.!
আসিও যদি ফিরে মোর সমাধির পরে, রেখে দিস তোর, মোর,গাঁথা মালা ফুল গুলো মাথার পরে.!

তোর পদধ্বনি-তে কম্পিত হবে মোর হৃদয়,কবরস্থানের মাটির পরে,
সুখিয়ে যাওয়া দুই নয়নের অশ্রু বারী,আর কাঁদবে না তোর জন্যে মৃত লাশ যে.!!
______রচনাকাল ২৩/০৬/২০২৩/