#পিরিতের _যাচনপত্র
_______________★★_______________
#কলমে_ইয়াসিন_সেপাই/০৭/১১/২০২০
          ____________★____________
মোহনার কিনারায় দাঁড়িয়ে,শান্ত নীল জলে আরসি তলে দেখবো তোমায় এই আসাতে,
কতদিন,কতকাল,এমনি করে অপেক্ষাতে, দুই নয়ন- পাতা অভিমানে,
বুঝবে তুমি নীল জলে নদীর পাড়ে কলস কাঁকে যমুনার ঘটে একবার এলে।

শ্যামের বাঁশি নাইবা বাজলো, চেনা সুরে,প্রেমজালে জড়াইয়া একবার ত আসবে.!
বাঁশি বিনে যমুনার ঘাটে,জল আনিতে নাইবা এলে, কলস কাঁকে,
তোমার পুরুষছিনালের অভিমান, পারবেনা ভেঙে- সব গুঁড়িয়ে দিতে..!

দাঁড়িয়ে আছি তোমার আসাতে,শ্যামের মত যমুনার- ঘাটের-পানে চেয়ে,
অশ্বত্থ তলে সাধর্ম্য হয়ে শোনাবো আজ সেই শ্যামের বাঁশির সুর তোমাকে নিয়ে,
বুঝবে তখন তুমি,শ্যামের হইতে লীলায় কম-ছিলাম-
না, অহং কিছুতে।

মিলনের বাঁশির সুর, উঠবে যখন বেজে,কালো রাতে জোনাকিরা অন্বেষণে তোমাকে,
শ্যামের বাঁশি সোনা যায় সেই যমুনার ঘাটে,পাগল প্রেমিকের ঠোঁটের মিলনে,আড়-বাঁশিতে,
জোনাকিরা বলবে তখন,মৃদু প্রদীপ জ্বেলে তোমার কানে কানে হুল্লোড়ে এসে,

শ্যামের মত আর এক স্যাম বজায় বাঁশি সেই অশ্বত্থ ছায়া তলে এক মনেতে।
তুমি তখন ছুটে আসবে না আসবে বলে থমকে গেল সাজানো সেই কুঞ্জবনে ব্যাস্ততাতে,
মনেতে ভীষন পিরিতি, নাই বা বলিতে পারিলে মনের কথা তোমার স্যামকে ।।
==============_________________