শিরোনাম- #ওগো_ঈশ্বর....
পৃথিবী গড়েছো তুমি বিধাতা,
মানুষের জন্য কত সুন্দর----
ধর্মের ডাকে ভিন্ন সুরে,
তোমাকে করেছে মানুষ বিভক্ত-----

তুমি গড়েছো প্রাণী শ্রেষ্ঠ,
মানুষ হয়েছে আজ বীভৎস-----
ধর্মের মিছিলে গোঁড়া মনোভাবে,
পৃথিবী হয়েছে অশান্ত-----

যত আছে ধর্মগ্রহন্ত বলেছে তুমি,
আমি আছি সবার উপরে মানুষ তুমি শ্রেষ্ঠ-----
মাটি খুঁড়ে তোমায় খুঁজছে মানুষ,
তুমি আছো নাকি এই খানে----

রক্তের রং লাল বোঝেনা ওরা,
খুন করে প্রমান চায় মানব ধর্ম-----
মন্দির মসজিদ গির্জা ও গুরুদোয়ার,
মানুষ মনে এখন খেলাঘর----

মানুষ মেরে যুদ্ধ করে, মানবতা খুন করে,
ওরা হবে হয়ত শেষে খান্ত।।
তোমার পৃথিবী কলঙ্কিত আজ ঈশ্বর,
মানুষ বড়ই নিকৃষ্ট--।।
◆◆◆◆◆
----পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/