কবিতা- নিয়তির তীর.....
কলমঃ- ইয়াসিন সেপাই
তাং- 15/06/2021
_________★__________
আজ আতর গোলাপ সুরমা লাগিয়ে----
সাজিয়ে দিলি তোরা মোরে,
আমি বর পোশাকে বদলে সেজেছি দেখ----
আজ সাদা কাফনে।

নতুন জীবন গড়বো বলে ভেবে ছিলাম----
মন মন্দির কুঠিরে,,
জীবন নদীর তরী বেয়ে ভেঁসে ছিলাম----
অজানা নদীতে।

আঁধার রাতে,জোৎস্না মাখা বালুচরে----
মরীচিকার রূপ ধারণে,,
বদলে দিলো মনের স্বপ্ন দুই পালক----
এক হওয়ার আগে।

ভাবনা গুলো উড়িয়ে দিলি পালক সমান----
অজানা নীল আকাশে,,
এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নীল ভেদ করে----
ভারাক্রান্ত দুটি চোখে।

সময় বুঝি এমনিই হয়.? জানা ছিলোনা----
ছিল নিয়তির হাতে,,
ভুল কি ছিল ভালোবাসা,পবিত্র মনে----
দাবিয়ে দিলি কি অপরাধে.?

দুইটি মুখে,একটু কথা, ফুরিয়ে গেল----
এক টুকরো সাদা কাফনে,,
আর হবেনা ভুল মোরে, রেখে গেলাম----
এই দিনের স্মৃতির বেলাতে।।