====নিঃস্ব কবি====
           কলঃ-ইয়াসিন সেপাই-
                 22/03/2020
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি এক নিঃস্ব কবি,নেই কলমে কালি,
লিখতে গেলে কলম বদলাই অনেক বারই,
কি করবো, স্বভাব আমার তবুও যে লিখি,
সবাই বলে নিঃস্ব কবি,নেই তোমার জুড়ি,
লিখতে গেলে কষ্ট হয়,কালি যখন থাকেনি,
তবু আমি লিখে চলি,থামিনি কোন দিনই।

আজ আমি সফল কবি,কলম আছে দামি,
কবিতা যে লেখা হয়না,আগের মত কখনই!
বড্ড কষ্ট হয় এখন,আগে-ই ছিলাম ঠিকই,
কেন আমি সফল হলাম,ভাবি সব সময়ই!
ভাঙা কলমে পদ্য লেখা,অনেক ছিল দামি,
দামি কলমে কবিতা লেখা,ছন্দের মিল পাইনি।

এখন আমি ভালোবেসে তবু লিখতে বসি,
মনটা আমার সায় দেয়না,আগের মত কখনই,
কলম হাতে খাতা নিয়ে, লিখতে বসি রোজই,
তবু কেন হয়না লেখা,আমার মনের মতনই!
বসে বসে ভাবি আমি,সত্যি কি আমি কবি!
তবে কেন এখন আমি, লিখতে যে পারিনি?

পদ্য আমার হারিয়ে গেছে,সহর্ষে খোঁজে থেকে
চাইনা আমি সফল হতে,আগের মতোই থাকি,
কি হলো সফল হয়ে,হারিয়ে গেল সব কবিতা।
দোয়াত ফাঁকা কলম আমার,সেটাই ছিল মজা
এখন আমি নামে কবি, লিখতে পারিনা পদ্য,
বলে সবাই ওগো কবি, গাঁয়ে ফিরে চলতো..।