নারীর অঙ্গে
মনের মানুষের
ছোঁয়া.....
____________________________
তুমি আছো বলেই আমি এখনো
মালা গাঁথি..
তুমি আসবে বলেই আমি এখনো
খোঁপায় বাঁধিনি!
তুমি আছো বলেই আমি এখনো
ভাবন করি..
তুমি আসবে বলেই আমি এখনো
শাড়ির রঙ খুঁজিনি!
তুমি আছো বলেই আমি এখনো
টিপে রং খুঁজি..
তুমি আসবে বলেই আমি এখনো
ললাটে টিপ দিই-নি!
তুমি আছো বলেই আমি এখনো
পায়ে নুপুর পরি..
তুমি আসবে বলেই আমি এখনো
নুপুর নাদ শুনিনি!
তুমি আছো বলেই আমি এখনো
আলতা পরি..
তুমি আসবে বলেই আমি এখনো
পদতল ফেলিনি!
তুমি আছো বলেই আমি এখনো
নিজেকে দেখি..
তুমি আসবে বলেই আমি এখনো
এলো চুলে থাকিনি!
তুমি আছো বলেই আমি এখনো
সিঁথি কাটি..
তুমি আসবে বলেই আমি এখনো
সিঁথি রাঙায়নি!
তুমি আছো বলেই আমি এখনো
মেহেন্দি পরি..
তুমি আসবে বলে আমি এখনো
রং দেখিনি!
তুমি আছো বলেই আমি এখনো
তোমায় খুঁজি..
তুমি আসবে বলেই আমি এখনো
তোমায় ভুলিনি!
তুমি আছো বলেই আমি এখনো
দাঁড়িয়ে থাকি..
তুমি আসবে বলেই আমি এখনো
পদতল তুলিনি!!
===================
@...ইয়াসিন//১৯-০৯-১৯//