#নারী_তুমিও_ঋণী...
             _____________________
               কলমঃ-#ইয়াসিন_সেপাই
___________________________________
নারী তুমিও---ঋণী,এক নারীর গর্ভধারিনী মায়ের কাছে জানি।।
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে,দশ-মাস, দশ-দিনে, বেড়ে ওঠা গর্ভেতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, পাঁজর ভাঙা প্রশ্বজন্ত্রনাতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, গর্ভে হতে ভূমিষ্ঠ হওয়া সবুজের নয়নাভিরাম পৃথিবীতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, বুকের এক ফোঁটা দুগ্ধের ক্ষুদিতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, পরম মাতৃ স্নেহে বর্ধিত হতে থাকাতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, কোলে নিশ্চিত সুপ্তিতে,রাত জাগা মাতৃ চোখে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, বুকে আগলে রাখা আঁচল বৃক্ষ সম তলে.!
নারী তুমিও---ঋণী এক নারীর কাছে, বুকে স্বপ্ন দেখা শ্বয়ী জননী নামে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, প্রথম কথা বলা শিক্ষার কাছে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, গুটি গুটি পায়ে প্রথম পথচলাতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, বৃক্ষসম ছায়া তলে শৈশব হতে বেড়ে ওঠাতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, মা ডাক অধিকার পেতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, মাতৃরূপে পাওয়া ধরণীর বুকে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, শত কষ্ট বুকে ধারণ করে শৈশব হতে যৌবনে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, উদ্বাহ উপযুক্ত কালে মা হবার সম্মানিতে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, সদা সময়ে দোওয়া বর্ষিত মাতৃ অন্তরে.!
নারী তুমিও---ঋণী, এক নারীর কাছে, মাতৃ স্নেহ শক্তির আধারে.!
___________রচনাকাল-12/03/2021