#মুরা_গাঁইয়ের_মাইয়া_____
#কলমে_ইয়াসিন_সেপাই//
______________☆☆☆______________
মুরা গাঁইয়ের মাইয়া,গাঁয়েই থাকি,নাইকো কুনো মুদের উভিমান,কোন দিনের তরেক রে,,
মাইঠে ঘাইটে,দিন রাইতে, কাম করিয়া,প্যাটের খিদা মিটাই, মুরা এক সাইতে থেকে,,
মুদের গাঁইয়ে সুবাইক মিলেক এক-সাথেক থাকি দূরে ওই ছোট্ট গাঁইয়ে।

মুদের কোন ডর নাই,, মাইঠে ঘাইটে সাইপ ধইরা, খেলাক দেখাই সোহরে গিয়েক,
সব বাবুরা পয়সা ছুরেক, হাততালি দিয়েক, খুইবি.. খুইসি হ-য়েক খেলা দ্যাখে,
সাঁঝ হইলে ঘরেক ফেরা পায়ে হেঁইটে, সাইপের ঝুড়িক মাথাই লিয়েক সোহর হইতে গাঁইয়ে,
শহরের বাবুরা বলেক হাঁক দিয়ে, আবার আসবে ও.. গাঁয়ের বেদের মেয়ে।

মুদের গাঁইয়ে পৌষের মেলাক লাইগে, গাঁইয়ের মাইঠে চারিক দিক ঘিরেক,
হরেক রকম জিনিস বেচা কেনা,নানক রকম চুড়ির বাহার,চুলের ফিতা হরেক জিনিস যে,
মুদের গাঁয়ের মাইয়ারা সব রোজ বিকেলে মেলা দ্যেখার আনন্দে ছুটতে থাকি দলে দলে।

পৌষ পার্বন মেলাক ঘিইরা কতক মজা হয় গো মুদের গাঁইয়ে মানুষের,
নাগর দোলায় চৈরমু মুরা,গরম গরম বাদাম খাইমু কাগজ ঠোঙা ভরে দুই হাতে,,
মেলার শেষে ঘরেক ফেরা,দল বেঁধে একসাথে সারথি খুড়া গোযান চেপেক।

মুদের গাঁয় কতক সুন্দর সবাইকে কি আর জানেক- রে, মরাল পায়ে হেঁটেক চলিক পথে,
গাঁয়ি মুদের স্বর্গ নরক,জীবন ভর থাইকুম হিতাক পোড়েক,জীবন দিয়েক,
গাঁয়ের মাটির গন্ধকে ঘুম ভাঙেক ভোর হলেই মাঠের পানেক ছুটে যেতেক,।
___________________১২/১১/২০২০