ছেলে বেলার
মায়ের শাসন
●●●●●●●●●●●●●●●●●
বৃষ্টি ভেজা কাদার মাঠে
কচু পাতা হয় টলমলে,
মাঠের কাদায় খেলছি ফুটবল
শৈশব যে গেল আনন্দে ভোরে।
ঘরে ফেরা হয় যখন দেরি
মা দেয় দু-ঘা বাড়ির বাড়ি,
চোখটি মুছে পুকুর ধারে থাকি
ডাকছে মা আয় সোনা খাবি।
বাবা বলে কোথায় গেলি
মাঠের পাগল বুলবুলি,
আমি তখন ছুটে এসে
বাবার সামনে দাঁড়িয়ে পড়ি।
বাবা আমার মাকে বলে
বড্ড তুমি বাজে,
ছেলেটা যে খেলছে খেলুক
তুমি দাও কেন বাধা তাকে?
বাবা আমার খুব ভালো যে
দেয়না মাকে বকতে,
যখন কাজের শেষে বাড়ি ফেরে
বাবা ডাক দেয় মিষ্টি সুরে।
◆◆◆◆◆◆◆
=====ফিরে দেখা======
◆◆◆◆◆◆◆
শৈশবের ওই জীবনটা যে
কত মজা যে ছিল রে,
মা যে আমায় বকে না রে
কি জানি কি হলো রে।
মা যে এখন নিজে খায় বকা
নিজের হাতে গড়া সংসারে,
আমার জীবন ধন্য ছিল মা
তোমার স্নোহের কোল জুড়ে।
কেন মা তুই বড়ো করলি বেসে..
মাঠে ফেরা দুষ্ঠু ছেলে টাকে,
লাগতো ভালোই বড়ই আমার
মায়ের হাতে মার খেতে যে ।
এখন মা আর কাঁদিনা যে
তোমার বকা খেয়ে,
কেন মা এমন হলো বলো
তোমার দুষ্ঠু ছেলের ।
তবে কি মা তোমার প্রতি
আমার মায়া গেছে কমে?
এই জীবন আর চাইনা
তোমার সাথে থেকে।
দাও মা ফিরিয়ে আমায় তবে
ছোট্ট বেলার সেই ভয় ডর রে,
মা-আমার আর, ভাল্লাগে না
তোমার শাসন না পেয়ে ।
বাবা তুমি কোথায় গেলে
দেখে যাও না এসে,
মা যে আমায় আর বকে না
এই দুষ্ঠু ছেলেটি কে।
তুমি বাবা বলতে মাকে
বড্ড তুমি বাজে,
আজকে মা অনেক ভালো
দেখে যাও না একবার এসে।
বাবা আমার তোমার কাছে
হচ্চে বড় অভিমান,
মাকে তুমি বকতে কেন
আমার খেলতে যাওয়া নিয়ে।
এখন যে মা আর সয়না
ফাইলের ভার নিতে,
মায়ের হাতে মার খাওয়া যে
অনেক ছিল সুখের ।
বুঝলাম মা অবশেষের শেষে
জীবন নদীর কিনারায় থেকে,
উঠবে জুয়ার পড়বে ভাটা
জানতে তুমি কতো আগে।
@...ইয়াসিন সেপাই/০১/০৮/১৯