শিরোনাম-মিথ্যের দাবানল/
কলমঃ-ইয়াসিন সেপাই/
_________________________
জীবন নদীর কুল ভাঙিলো,জুয়ার নাহি কালে,
পালের তরী ছুটে ছিল,জীবন নদীর পার্শ্বে পানে,
জীবন গড়ার স্বপ্ন ছিল,কুল নাহি আর অনুকূলে,
ভাঙাগড়ার খেলাঘরে,স্বপ্ন গুলো ছড়িয়ে ছিটিয়ে,
মাঝ নদীতে শুন্য আকাশ,স্বপ্ন গুলো জমা আছে,
জীবন খাতা শূন্য পাতা,ভেঁসে গেল মাঝ নদীর বুকে।

পালের তরী,দমকা হাওয়ায় ছিন্ন পালে নিমগ্নে।
দিক বেদিক ছুটে বেড়ায়,মিথ্যে মায়া বেড়াজালে,
অর্থের পথিক পথটি চিনলো,একলা কুঁড়ে ঘরে
মায়ার বাঁধন ছিন্ন করে,আপন সুখের খোঁজে।
মানব স্মৃতি স্বার্থ খোঁজে,সুখের পাহাড় সঞ্চয়ে,
দিব্য ছিল অবতল ইডিয়ম,বুঝলো শেষ বিকেলে।

অনেক কথার মাঝে,বোকার বুকে বিশ্বাস ধারণ,
বিঁধলো তীর বেলা শেষে,দমকা হাওয়ার গতিবেগে,
ছিন্ন হলো জমাট কথা,বিন্দু বিন্দু রক্ত ক্ষরণ হয়ে,
ভুল কি ছিল মনের আসা,বিশ্বাসে ঘরে সর্বনাশা.!
মানব জীবন জীর্ণকুটিরে,সময় শেষে বললো এসে।
বিশ্বাসের ঘরে বসত ছিল,বেদনার জল গড়িয়ে শেষে।

মানুষ মনে খেলার দুনিয়ায়,শেষ হলো বিশ্বাসঘাতে,
মনের ঘরে প্রদীপ নিভিয়ে,সুখের খোঁজ অট্রালিকাতে,
দম্ভের জোরে ছুটে বেড়ায়,মিথ্যে আলো হাতে নিয়ে,
তেল বিহীন বাতি নিয়ে,বসে আছে অন্ধকার ঘরে,
ভুলেই গেছে তেলটি ছিল,শ্রমিক গোষ্ঠীর মেহনতে,
আমার আমি ছিলাম থাকবো, ভুলটি করলো শেষে।
_____রচনাকাল ১১/০৮/২০২২
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা #কপিরাইট_আইনের_লঙ্ঘন_বলে_বিবেচিত_হবে।