শিরোনাম- মনের জটিলতা/
কলম- ইয়াসিন সেপাই/
29/08/2024/
সোনার খাঁচায় বন্দি হলি....
কি আবেশে,
বাহিরে জগৎ কেমন ছিল.....
বুঝলি বন্দি থেকে।
খাঁচার দরজা বন্ধ হয়েছে তোর.....
জগৎ দেখবি কি করে,
মানুষ, পাষান-বেদী ভাঙতে জানেনা...
তোর জানা ছিল না আগে।
ডানার ঝট-পটানি খাঁচায় ভিতর....
পালক পড়ছে ঝরে,
আর হয়ত ওড়া হবেনা তোর....
আকাশ বিম্ব তলে।
সোনার খাঁচা Atifecial....
মন ভরে কি তাতে,
সবুজ সমাহারের নয়নাভিরাম....
আঁখি অশ্রু ঝরে পড়ে।
নীড় বুনেছিলি বাসর সাজাতে....
বন্ধ হলো চিরতরে,
আবার কবে বাঁধবী ঘর....
সূর্য গেছে পশ্চিমে ঢলে।
____রচনাকাল/২৪/০৮/২০২৪
©-®পশ্চিবঙ্গ/কলকাতা/হাওড়া