মহাবিশ্ব কি___লজ্জিত আজ?
   =============

আঁধার তুমি এত জড়োধী কেন ?
নিজেকে লুকিয়ে রাখো দীপ্তির কাছে,
দীপ্তি তুমি এত নির্দয় কেন ?
আঁধার কে সাথে রাখো না,

মানুষ তুমি এত আত্মম্ভরি কেন ?
পৃথিবীকে কলঙ্কিত করো,
পৃথিবী তুমি এত উদারচেতা কেন ?মানুষের ভারবহন করো,

সবুজ তুমি এত দানশীল কেন ?
অক্সিজেন ছেড়ে দাও,
জল তুমি এত উন্মুক্ত কেন ?
মানুষের পিপাসা মেটাও,

শিক্ষিত তুমি এত অত্যাচারিত কেন ?
বরফের ছুরি মারো,
মূর্খ তুমি এত সরল কেন ?
শিক্ষিত তোমার সুযোগ নেয়,

ধর্ম তুমি এসে ছিলে বে রঙে
দেখ লো তোমায় রঙের রূপে
ধর্ম আজ খুনি সেজেছে
রক্তের মধ্যেও রঙ খুঁজছে ,
তাইতো আজ হচ্ছে উৎসব
খারাপ মানুষের ইন্ধনেতে ।

বিশ্ব মানবতা বিপদে কেন আজ
জননীর রক্তের হোলি খেলে,
মহাবিশ্ব কি লজ্জিত আজ
মহান স্রষ্টার দর বারে ?
          _________
@...ইয়াসিন/১৯-৭-১৯