মায়ের দুষ্টু
            দুই-রাজহংসী
  ______________________        
  ===================

তুই যে আমার মিষ্টি ছোট বোন
    জোৎস্নার চেও উজ্জ্বল তোর মোন,
তোর মুখের ওই মিষ্টি হাসি বোন
    আমার হৃদয় মাঝের তুই স্পন্দন।

দুই বোনে এক সাথে মোরা
        করেছি কত দুষ্টুমি ও গণ্ডগোল,
বাবা মায়ের কথা না শুনে মোরা
        গল্প করেছি দুই বোনে যে অনেক্ষন।
  
একলা থেকে যখন ভাবি মোনে
    পুকুর পাড়ে চুপটি করে বসে
দুই বোনের ওই খুনসুটি গুলি
   শেষ হবে হয়ত কোন একদিনে!

দুই বোনে-তে একদিন মোরা
     পর হবো,দূরে থেকে,দুই দিকে,
নিয়তির বন্ধনে বাঁধবে মোদের
    জীবন নদীর স্রোত বদল করে।

আর হবে না বোন গল্প মোদের
       একসাথে বোন দুই জোনাতে,
যখন অন্যের ঘরে থাকবি তুই
       বড্ড মোনে পড়বে মোর তোকে
স্মৃতি গুলি পড়বে তখন অন্তরেতে!  

বাবা মায়ের হংসী জোড়া মোরা
    দুষ্টুমি আর করবোনা ওই ঘরেতে
বাবা মা একলা ঘরে চুপটি থেকে,
   ভাববে দুই হংসীর দুষ্টুমির কথা বোসে।
    
মোদের মায়ের শাসন ছিল কত সুখের
     বুঝলাম মোরা এখন স্বামীর ঘরে এসে
মোরা,আর পাবোনা এ জীবন ফিরে।
     বুঝেছি মা তোমার শাসন স্নেহ পেয়ে
আজ মেয়ের মুখ পানেতে চেয়ে থেকে।।

মা.তোমার কথা খুব পড়ছে মোদের মনে,
আজ সেই বেলার কথা দুই হংসী ভেবে,
        তোমার ছড়ির শাসন মাগো
           হার মানে যে মান দন্ডও।।
        ==============
@...ইয়াসিন-রচনা কাল/১১-০৯-১৯