#মনুষ্যত্ব_হারিয়ে_গেছে.....
কলমঃ-🖋️ইয়াসিন সেপাই●
তাং-২১/০৫/২০২১
---------------------------------
হাসছো তোমরা প্রাণ খুলে.......
          ফিলিস্তিনি হত্যাযজ্ঞে.?
মানুষ যদি হতে তোমরা..........
           শিশু মৃত্যু কাঁপত মনে,
মনন মরুক মুসলিম শিশু..........
           তাতে মোদের ধ্বন কি.!
বিবেক হারা মনুষ্য জাতি...........
           মানব মৃত্যু, খুশি উল্লাসে.!
ঘোর দুর্দিনে পাশে না রোই...........
           বিবেক তবে কিসের তরে.?
ওরা মানুষ,আমরা মানুষ...........
          অন্তর শুধু জাতের কুলে.?
অবিহিত বিরুদ্ধে কথা না কই.........
          মানুষ তবে কিসের.?

সাক্ষী আছে ইতিহাসে...........
       উদারনৈতিক ফিলিস্তিনিদের,
অনিযুক্ত খুরে এসেছিল..........
       ইহুদি নর ও নারী দলে দলে,
আশ্রয় দিয়ে ঘরে তোলে........
       ফিলিস্তিনি ইজরাইলেকে,
মাশুল গুনছে গাজা বাসী.........
       জীবন দিয়ে নিজের দেশে,
নির্বাক দ্রষ্টা পালন করছে.......
        United Nations কি করে.?
হাত বাড়িয়ে দিচ্ছে সাহস........
       অত্যাচারীর ইজরাইলেকে.!
হত্যা যজ্ঞে ইন্ধন দিচ্ছে,
       জাতি বিদ্বেষী মনোভাবে।।

মানব ধর্ম নিচ্ছে কেড়ে........
       নিরীহ শিশুর প্রাণ মিসাইলে.!
আল আকসা জেরুজালেম........
       বিশ্ব জানে কার দখলে,
জোর জুলুমে গায়ের জোরে........
       মারছে বুলেট বুক চিরে.!
মানবতা আজ ঘুমিয়ে গেছে........
      বিশ্বে গোঁড়া মনোভাবে.!
নর নারী কচি শিশুর..........
      মৃত্যুর চিৎকার যায়না কানে.?
আর কতদিন করবে জুলুম........
      ফিলিস্তিনি মা বোনেদের.?
মানবতা আজ হারিয়ে গেছে.......
      মানুষ রূপী ইহুদি শয়তানের।।

লুটিয়ে পড়ছে মায়ের কোলে........
       দুগ্ধ শিশু,রকেট ঘাতে.!
ঈদগাহে মাঠে ছড়িয়ে আছে.........
       রক্তের দাগ শিশুর বুকে.!!
বাবার লাশ সামনে রেখে.........
       ফরিয়াদ করে অশ্রু চোখে.!
করুন সুরে দমকা হাওয়া.........
       ফলিস্তিনীর আকাশ জুড়ে.!
রক্ত মাখা পাথর যত.........
      নিভৃতে কাঁদছে পথের ধারে.!
বোমার ঘাতে নিথর লাশে.........
       ছড়িয়ে আছে মাতৃ ভূমিতে.!
জবর দখল নিচ্ছে কেড়ে.........
       শত শিশুর প্রাণ বিনা দোষে।।
----------------------------রচনাকাল ১৮/০৫/২০২১