●●●মানবতার মৃত্যু●●●●
           ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কলঃ-- ইয়াসিন সেপাই-০৪/০৩/২০--
----------------------------------------
আজকে আমরা কি ভুলে গিয়েছি...?
সেই ইংরেজ অত্যাচারের দু:স্বপ্নের রাতের কথা !
বাতাসে লাশের গন্ধে ভরে উঠত!
পরাধীন স্বদেশের অলিতে গলিতে!  
মাটিতে লেগে থাকা ছেলের রক্তের দাগ, মাড়িয়ে যেতে হতো বৃদ্ধ বাবা-মাকে!!

নিথর শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ছুঁড়ে দিত.. নরপশু ইংরেজ দল-- শুকুনকে!
ইংরেজ নেই তবে কি! ইংরেজের মানদণ্ডের সেই কালো ছড়ি রোয়ে গিয়েছে দেশের মাটিতে?
তারই কি পুনর্বিত্তি দেখবো বলে রক্ত দিয়ে স্বাধীন এনেছিল দীনেশ,বাদল, ক্ষুদিরাম, এ-দেশে?

সেই-রক্তমাখা এক মুঠো মাটি,ললাট ছুঁয়ে, যারা একদিন বুক বেঁধেছিলো এই দেশে!
তাদেরই রক্তে রং খুজছো তোমরা,শব্দবন্ধের উচ্চারণের জোর জুলুমে।
হিন্দু কি মুসলিম জানিনা আমি, শুধু আমি জানি,বির শহীদের রক্ত দিয়ে গড়া আমার স্বদেশ।
                -------------------
একই মায়ের বুকে,বসত করি মোরা, হিন্দু ও মুসলমান।
এক ভাষাতে ডাকি মোরা, এক সুরে, সুর তুলে গাই জয়-গান।
মাতৃভূমির বন্দনা করি মোরা,একই মনে হিন্দু-ও মুসলমান।
আলোর মুকুট মাথায় পরে,স্বদেশ আমার বলবে এসে ভুবন জুড়ে,
ওরে হিন্দু,ওরে মুসলিম সবাই তোরা আমার গর্ভেরই সন্তান ।।
    ============@...Yeasin seapoy