মানবতার জঠরে--
             হিংসার জন্ম।।
=============================
কলঃ--ইয়াসিন সেপাই/01/03/20-
―――–––––––––––––––––––––
বর্তমানে অসহিষ্ণুতায় কবলে,দাউ দাউ করে দেশ জ্বলছে,!
হিংসা হানাহানি,ধর্ষণ ও খুনে লিপ্ত হচ্ছে, সব্দবন্ধ উচ্চারণে জোর জুলুমে!
চাপ চাপ রক্তের দাগ, আর পোড়া গন্ধে,  বোঝা যায়না দেশের রাজপথ যে!
হিন্দু, না, মুসলিম"চেনা যায়না রক্তমাখা লাশে শুধু শুনতে পাই মানুষ কাঁদছে..!

মানবতার মৃত্যুর মিছিল চারিদিকে রাজপথে,
নরপশুরা রক্তে রং খুঁজছে!
মানব জীবনের সবুজ প্রান্তে ছেয়ে গেছে,
ধর্ম হিংসার, কালো ধোঁয়াতে,,
শ্বেত শুভ্র শান্তির সূর্য অস্তমিত আজ,
মানুষের বিবেক থেকে!
অন্ধকারে খাঁ খাঁ রাজপথ নরপশুদের শুকুনের তীক্ষ্ণ চোখে।  

মার্তৃভূমির বুকের চারিপাশে আজ তাই,
চাপ চাপ নিকষ আঁধার।
নররূপী সুকুনের উৎপাতে, আগ্রসানের মুখে দেশ আমার,!
দেখছি আমরা এখন সভ্যতার শ্বাশানে,
ভরে গেছে মানবতার লাশ।
আমরা কি ভুলে গেছি ব্রিটিশের স্বৈরশাসনের দু:স্বপ্নের রাত?
মাতৃভূমির মাটিতে লেগে থাকা হিন্দু মুসলিম শহীদের রক্তের দাগ?
  
দেশ জুড়ে, অসত্য, প্রতারণা,অন্যায় ,ও অত্যাচারের দুরন্ত দাপটে।
হিন্দু ও মুসলিম স্বার্থের সংঘাতে, বিবাদের সূত্রপাত আজ দেশে!
নিয়ন্ত্রণ ক্ষমতা সংগঠনে চরম বাসনার জঠরে জন্ম নিচ্ছে হিংসা মানসিকতা!
ধর্মের সংঘাতে,মৌলবাদ তথা ধর্মান্ধতার- শিখার অনলে,পুড়ছে সুস্থ জনজীবন চেতনা।

শহরের রাজপথে চারদিকে শুধু অন্ধকারছন্ন-
ময়, জনজীবন।
রাত্রির গভীর বৃন্ত থেকে কে ছিঁড়ে আনবে ফুটন্ত সকাল ?
হিংসার গর্ভে জন্ম দেবে আলোক শিশু ?
নতুন ভোরের কপালে কে এঁকে দেবে শান্তির ও সহিষ্ণুতার সূর্য ?
      =========================
এ--উত্তর আমরা দিতে পারবো কি জানি না!!
              –––––––––––––