মানব চিঠি
        কলঃ- ইয়াসিন সেপাই
              27/03/2020
        –––––––––––––––
আজ পৃথিবীতে মানুষ এক নিঃস্ব প্রাণী হয়ে মৃত্যুর অপেক্ষার দিন গুনছে, যেন পৃথিবীর বুকে এক প্রকান্ড কালো মেঘ ছেয়ে গেছে, মনেতে সদাই একটাই প্রশ্ন কি হবে কি হবে।
শুধু একটাই শব্দ ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে জানি না আমি জানি না!
সব শেষে একটাই দীর্ঘ্যশ্বাস সব ঈশ্বর জানে, শুধু আমরা অপেক্ষায় রয়েছি কবে হবে ভাইরাস মুক্ত পৃথিবীতে।
আজ আমরা প্রত্যেকে ব্যাস্ত জীবন বাঁচানোর চেষ্টায়।
আসুন আমরা এক ঈশ্বরের প্রার্থনা করি, সকল মানুষের জন্য ও নিজের জন্য, হে ঈশ্বর তুমি আমাদের রক্ষা করো, আমরা তোমারই গোলাম তুমি আমাদের প্রভু।
তুমি আমাদের পৃথিবীর বুকে থেকে ভাইরাসের কালো দূষিত ধোঁয়া নির্মূল করে দাও।
আমরা বাঁচতে চাই প্রভু আমরা বাঁচতে চাই।
তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না প্রভু তুমিই আমাদের ত্রাতা।
মানুষকে তুমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ প্রাণীর মর্যাদা দান করেছ, তুমি এত তাড়াতাড়ি নির্মূল করোনা আমাদের হেফাজত করো রক্ষা করো মাবুদ।
সকলকে তুমি সুস্থ রেখো, বিপদ মুক্ত রেখো এই সুন্দর পৃথিবীতে আমাদের বাঁচতে দাও...
আর একবার। এটাই আমাদের তোমার কাছে প্রার্থনা হে মহান ঈশ্বর, তুমি সর্বশক্তিমান ও সর্বজায়গায় বিরাজমান ।
আমিন............।

রচনাকাল- 25/03/2020