●◆মা...আমি বাঁচতে চাই◆●
কলঃ- ইয়াসিন সেপাই/12/03/2020
           =================
লক্ষ শুক্রাণুর সঙ্গে দৌড় প্রতিযোগিতায়-
মত্ত ছিলাম এক মায়ের গর্ভে,
কে কাকে হারিয়ে,প্রথম হবো আমরা,
জীবন যুদ্ধে মায়ের গর্ভে,
এ যুদ্ধ শুধু যুদ্ধ নয় গো মা মোদের!
এ-এক মরন খেলা যে,
যে জিতবে সে বাঁচবে,বাকি সব মরবে।
জীবনের সাথে যুদ্ধে করে আমি মা,
হয়েছিলাম জয়ী সেদিনে।

তুমি বিশ্বাস করো মা,আমার মত খুশি
কেউ, হতে পারেনি সেদিনে।
মা আমি সেদিন সবাইকে হারিয়ে,জয়ের-
পতাকা ছিনিয়ে দৌড়ে ছিলাম তোমার গর্ভে জন্ম নিতে,
মাগো তোমার গর্ভেতেও কত ভয় ছিল- আমার ওই-দিন গুলিতে,
যদি জীবন যুদ্ধে টিকে না থাকতে পারি মা তোমার শীতল গর্ভে!
জানো মা সেই দিনে জয়ী আমিই হয়েছিলাম, জীবন যুদ্ধে।

এক ফোঁটা পানি থেকে আমি একটু একটু করে রক্ত কণিকার-রূপ পেতে লাগলাম,
মা গো..আমি সেই সময় কত খুশি যে হয়ে ছিলাম,
সময়ের গতিতে আমি পূর্ণতা পেতে থাকলাম।
আস্তে আস্তে রক্ত কণিকা থেকে মাংস পিণ্ডের রূপ পেলাম,
জানো মা,,আমি তার পর থেকে কোচি-হাত, পা,নখ- গজাতে শুরু করলাম!

মাঝে মাঝে তুমি যখন মা,আমার নখের আঁচড়ে শিউরে উঠতে,
জানো মা,,তখন আমার কি-ভালোই না লাগতো তোমায় বিরক্ত করতে,
আমি বলে বোঝাতে পারব না,কোনো দিনও এ-আনন্দ তোমাকে।
লক্ষ শুক্রাণুর সঙ্গে লড়াই করে ফিরে আসা তোমার ছেলে।

মা গো..এখোনো আমার চোখ ফোটেনি,,
এখোনো আমি নিজেকে,নিজে দেখিনি,,
মাগো...কিযে কষ্ট হচ্ছে আমার সে তুমি জানোনি,
আমায় বাঁচাও মা...আমাকে বাঁচতে দাও মা. এ-চিৎকার তোমরা আমার কেউ শোনো নি!
আমি যে আজ কারোর আপন নই মা,
আমি বুঝতে পেরেছি,
আমি কারোর উষ্ণ প্রেমের লীলাখেলায় আগাছা হয়ে জন্মেছি।

কেউ পাশ থেকে বলছে যেন, ঐটাকে ছিঁড়ে.. ফেলেদিন,ডাক্তার বাবু!!
নিশ্চিহ্ন করে ফেলুন ওকে, আমার বুঝতে- রইলো না বাকি কিছু,
আমার জানতে রইলো না বাকি, সে-ছিল আমার অনাগত বাবা-ই।
আমি চিৎকার করে বলতে চাচ্ছিলাম,মেরো- না আমায় তোমরা..
আমি কখনো তোমাদের কাউকে বাবা - মা বলে পরিচয় দিবো না,,
আমায় মেরো না...আমাকে একটি বার পৃথিবী দেখতে দাও তোমরা...।

তবুও একটি সময় আমার চিৎকার থামিয়ে দিল ওরা,
যখন দেখলাম আমাকে রক্ষার জন্য তোমার মধ্যেও কোন ইচ্ছা নেই মা!
আর ইচ্ছা থাকবেও বা কেনো!! তুমিও তো উষ্ণ প্রেমের লীলাখেলায় মেতেছিলে একটু সুখের আশায়,
এ পৃথিবীতে মা তুমি আমাকে পাবার জন্য নয়..!
.
আমার শরীরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো মা তোমার শরীর থেকে ।
আমার শরীর থেকে প্রান বায়ু বের হয়ে যাচ্ছিলো মা খুব কষ্টে,
আমি কষ্টে হাউমাউ করে কান্না করছিলাম  শুনতে পেলে না মা, আমার কান্না কে!
তুমিও চাইলে না মা, আমার মুখ দেখতে এই পৃথিবীতে!

তখন আমার ঘেন্না হচ্ছিলো এই পৃথিবীর মানুষের উপর।
তখন আমার ঘেন্না হচ্ছিলো এই নরপশু রুপি মা- বাবার উপর।
তোমাদের একটু উষ্ণ প্রেমের লীলাখেলার সুখের জন্যে,
আমার জন্মের আগে প্রাণটা শেষ করে দিয়ে ঝামেলা মুক্ত হলে দুজনে।
আমার এখন শেষ জায়গা মা গো...এক পচা- নর্দমায়,
তোমরা এখন সমাজে মুক্ত, আমি এখন প্রাণ হারা কীট নর্দমার ।
       ========================
           রচনাকাল- 10/03/2020