❤️কথা শিল্পীর জন্মতিথি স্মরণে❤️
কলমঃ ইয়াসিন সেপাই/
___________________________________
শরৎ তুমি নীল আকাশ কোলে,
শুভ্র মেঘের ভেলা,
জন্ম তোমার বাংলার বুকে,
কথা শিল্পী নামে সেরা,
কলম তোমার কথা বলে,
পল্লী মায়ের মুখের ভাষায়,
গরিব দুখীর মনের ভাষা,
বুঝিয়ে দিত কলম ধারায়,
জন্ম তোমার ধন্য মোরা,
হাজার কাব্য উপন্যাস গাথায়,
আদরের শৈশব ছিল,
মায়ের মুখে নামটি তোমা ন্যাড়া,
আকাশ ভরা নক্ষত্র মাঝে,
উজ্জ্বল একটি পূর্ণচন্দ্রিমা।
দুষ্টুমিতে সেরা ছিলে,
পিয়ারি পন্ডিতের পাঠশালাতে,
বিশ্ব জয়ের মুকুটমনি,
ছিনিয়ে নিলে কথাশিল্পী নামে,
কথা সেরা কলম তোমার,
বাংলার গর্ভ শরৎ তুমি যে,
আজও আছে তোমার স্মৃতি,
বসত বাড়ি সামতাবেড়ে
জন্মদিনে মাটি ছুঁতে,
এসেছি অনেক দূর পাড়ি দিয়ে,
চরণ ধূলি মুষ্টি ভোরে,
রাখবো জনম জনম বুকে তুলে,
এমন কবির জন্ম হোক বারে বার,
ভুবন কোল জুড়ে।
ভুবনমহিনী দেবীর কোলে,
জন্ম নিলেন কথাসাহিত্যে,
রূপনারায়ন কোল জুড়ে,
বেজে ওঠে কথা সুর তরঙ্গে,
লক্ষ ফুলের ভিড়ে,
রেখে গেলেন,শরৎ নামে কবিকে,
বঙ্গসাহিত্য আপন করে,
বুকে তুল্লেন কথা শিল্পীকে,
একটি চন্দ্র,একটি শরৎ,
থাকবে জগৎ বুকে-তে,
এমন কবি কোথায় পাবো,
কথার কলমে ফুলঝুরিতে,
উপন্যাসে পল্লী সমাজ,
মাতিয়ে দিলেন কলম আঁচড়ে।।
____রচনাকাল-১৫/০৯/২০২১
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/কোলড়া