কত আসায় বনফুল ফোটে..!
             ◆◆◆◆◆◆◆◆◆
         -কলমে-ইয়াসিন সেপাই-
                 ০৪/০৮/২০২০
-------------------------------------------
কত রঙের বনফুল,ফুটে ওঠে খিলখিলিয়ে,
মেঠো পথের আল ধরে,,
পথের ধারে রং ছড়িয়ে, প্রভাত কিরণ গায়ে- মেখে,পাপড়ি মেলে হুল্লোড়ে,,
কোন এক পাগল প্রেমিক,গাঁথবে বুঝি রঙিন- মালা,সেই আসাতে এক সাথে।

মধুলিহ দলছুটেরা গুনগুনিয়ে সুর তোলে
মধুরাস্বাদে মাতাল হয়ে,,
তরল মতি ইচ্ছে ডানার ভর করে,উড়ে বেড়ায় কুঞ্জে ধেয়ে পরাগ মিলনে,,
কত আসা বুকে নিয়ে বনফুল ফোটে দল বেঁধে
প্রেমের মালা গাঁথবে যেতে পথে,,

রঙিন প্রেমের ফুল হাতে,মিলন মালা হয়না গাঁথা মুরছে যায় দুই হাতে,,
চলতে পথে প্রেমিক যখন,বেলা শেষে ফিরে চলে খালি হাতে,
হতাশ মনে বনফুলেরা, দুলিয়ে মাথা নুইয়ে পড়ে, প্রেমিক ফুল হয়না উপহারে..!
তবুও ওরা হার মানে না,রোজিই ফোটে, নিয়ম করে পথের ধারে,,

বেলা শেষে ঝিমিয়ে পড়ে,
বনফুলের দল ঝোরে পড়ে  অনাদরে,,
এই ভাবে যে কত ফুলের স্বপ্ন ভাঙে, প্রেমের মালা গাঁথা হয়না বলে,,
পথের ধারে রোজই ফোটে,তবু ওরা দল বেঁধে, একই আসায় বুক বাধে,,

কত ফুলের হয় সমাধি, ওই কুঞ্জবনের ছায়া- তলে,অভিমান বুকে সোয়ে,,
জানতে চাইনা আমরা কেন.? একটা দিনের তরে, ওদের কি কষ্ট বুকে.!
পাগল প্রেমিক যেতে পথে,রঙিন ফুল হাতে নিয়ে,মুরছে যায় অনাদরে,,
   =============@...yeasin seapoy#