●●করোনা নয়, চেতনা!●●
           *কলঃ- ইয়াসিন সেপাই*
               তাং-20/03/2020
      ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
বিশ্ব জুড়ে আকার নীল,প্রাণঘাতী ব্যাধি,
      নামটি যে খুব অচেনা, মরন ভাইরাসটি,
শুনছি সব মুখে মুখে করোনা নামে ব্যাধি,
     করোনার আতঙ্কে এখন,সমগ্রহ দেশ বাসী,
মরন ভয় লেগেছে এখন,মানুষ্য জাতির।

মরন ভাইরাস এলো, সুদূর চীন থেকে
    মানুষ মারার ভাইরাস,শেষ হয়নি এখানে,
এরই মধ্যে করোনা,থাবা বসলো এসে!
   করোনা তো এই এলো,ভয় কিসের তাতে,
এখন মানুষ ভয়ংকর, করোনার চেয়ে।

করোনাকে হারিয়ে দেবে,একদিন মানুষেই,
    অসদয় ভাইরাস থেকে, মানুষ বাঁচবে কি!
করোনার আতঙ্কে ভয় পেয়েছ শ্রেষ্ঠ জীব,
   হিংসা নামক ভাইরাসটি,ভয় করো-না,কি?
বিশ্বে’কাছে হিংসা ব্যাধি,ভাবার বিষয় নয় কি!

মানুষের বিরাগ দুষ্ট,প্রাণঘাতিক এখন যে,
        হবে কি উন্মুলিত কোনো দিন পৃথিবীতে?
করোনাকে সশ্রদ্ধ ভয়, করিনা আমি যে,
       সম্ভ্রম আমার হয় বিবেক হারা মানুষকে!
করোনা মহা ব্যাধি, কিছুই নয় পৃথিবীতে।
         ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈