#কৃষকের_অধিকার_হরণ
#কলমে_ইয়াসিন_সেপাই//
________☆☆☆________
বুলেট কামান চলছে দেশে-------
চাষীর বুক চিরে।
নির্লজ্জ্ব শাসক হাঁকছে------
চাষীর দাবি কিসের।
মাঠের মানুষ মাঠেই থাক--------
রাজপথে কেন রে।
বেরিকেট ঘিরে দিচ্ছে বাধা-------
ক্ষমতার বলে।
দেশের আইন দর হেঁকেছে------
রাজ দরবারে।
অন্ধ কানুন বুঝলাম শেষে-------
নির্লজ্জ্ব শাসনে।
গদি মিডিয়া চেঁচিয়ে বলে--------
জঙ্গি চাষী"দোলনে।
খুদার বাটি হাতে নিয়ে------
কাঁদছে গ্রাম গঞ্জে।
লাখ টাকার সুট পরে---------
হাঁকছে মঞ্চে গরীব বলে।
আর কতদিন বোকা বানাবে-------
দেশের মানুষকে।
কৃষক দেহের সোনার ঘামে-------
উর্বর হয় মাটি দেশে।
চাষীর হক নিচ্ছে কেড়ে------
স্বৈরাচারী মনোভাবে।
সমৃদ্ধ করে জাতীয় অর্থনী-------
মাথার ঘাম পায়ে ফেলে।
বছরের পর বছর ধরে------
অভাবের সঙ্গে সংসারে।
লড়াই করে থেকেছে ওরা-------
অর্ধাহারে ও অনাহারে।
মাঠে চাষী জীবন দেয়--------
দু-মুঠো অন্ন দিতে দেশকে।
চাষীর মাথায় লাথি মেরে------
সালাম ঠোকে আদানি আম্বানিকে।
দেশের মানুষ পটি বেঁধেছে-------
ধর্মের মধু পিতে পিতে।
ধুঁতরা ফুলের নেশা লেগেছে-------
জাত বিচারে দেশে।
দেশের মানুষ শক্ত হাতে-------
মুষ্টি তোলো আকাশ পানে।
চাইনা আমরা এমন ভারত--------
চাষী মরে আত্মহত্যাতে।
ফিরিয়ে দাও স্বাধীন ভারত--------
আস্ফাকুল্লা,ক্ষুদিরামের।
সোনার ভারত সোনার ফসল--------
জানতো বিশ্ব একে।
প্রতিবাদে কলম ধরলে-------
তকমা দেয় দেশদ্রোহিতে।
দেশের লেখক ভয়পায়--------
সত্যের কলম ধরতে গেলে..!!
মূর্খ রাজার ক্ষমতার জোরে--------
কলম ভাঙতে আসে।
দেশে এখন,,সোনার মাঠে--------
বীজ ছড়াচ্ছে ধর্মের ভিত্তিতে।
হায়রে আমার ভারতবর্ষ---------
বন্দি হলে কোন বেহায়ার হাতে।।
_______০১/১২/২০২০/