#কৃষক_মুষ্টি_রাজপথে
____________★★★____________
       #কলমে_ইয়াসিন_সেপাই
       _____________________
চাষী মোরা সোনা হাতে----
                দিচ্ছি তুলে অন্ন দেশে,
মূর্খ রাজা দুহাত তুলে-----
             দর হাঁকছে চাষীর ঘামের,
ধনিক জনের ধনবত্তা হইতে-----
           চাষী মারিস বিধান উল্টে,
দুই-হাতে ছিলকা নিয়ে-----
         খুরপি চালাই মাঠে থেকে,
সেই হাত দুমড়ে দিতে-----
       আইন অনলি ইচ্ছে পূরণে।।

যতই চালাস চাষীর বুকে তীর-----
        মরবেনা মেহনতি এই বীর,
সোনার মাটি শপথ করে------
      বীজ বুনেছি এই মাটিতেই,
সোনা দেহে ঘাম ঝরিয়ে------
       সোনার ফসল ফলাই দেশে,
ধানের গোলা দিচ্ছিস বেচে------
       মূর্খ..শাসক আম্বানিকে,
দিব্য চাষীর মুষ্টি তুলি-----
      স্বৈরাচারী ধ্বংস হবি দুর্নিবারে।।

দেশের চাষী মারছিস পিষে------
       কালো হাতে বিজয় রথে,
মূর্খ রাজা ভুলিস নারে -------
      বিজয় রথের চাবি" মো হাতে,
কৃষক ধূলি মাথায় নিয়ে------
      চড়ে ছিলিস বিজয় রথে,
কৃষক পায়ে কুচলে দেব------
      চিন্হ রবে না এই মাটিতে,
তিরঙ্গাতে দখল আছে------
       জয় কৃষানের সবুজ ঘাসে।।

সারাটা দিন মাঠে থেকে-----
        মাথার ঘাম পায়ে ফেলে
জুগিয়েছি খাদ্য চাষ করে------
       দেশ বিদেশে উন্নয়নের তরে,
চালকাশক্তি দিয়েছি মোরা------
      অনেক সাধনার ফসলে,
সমৃদ্ধ করেছি জাতীয় অর্থনীতি-----
      বছরের পর বছর অভাবের সঙ্গে ,
লড়াই করে থেকেছি অর্ধাহারে-----
      তবু নিপীড়িত লাঞ্ছিত মোরা দেশে।।
            ____________________