কল্পিত●●●●প্রেম
________________________
যদি আবার জন্ম নিই চন্দ্র হয়ে
জ্যোৎস্না হয়ে ছুঁয়ে যাবো তোমার অঙ্গরাজ্যে
তোমাকে আমি রেখে দেব হৃদয় চিত্তে ।
যদি আবার জন্ম নিই বারিদ হয়ে
পড়বো তোমার মুখে ধরাবর্ষন হয়ে
তোমাকে আমি রাখবো মেঘ প্রণয়নী বেসে।
নিশি হয়ে যদি আমি আসি ফিরে
চাঁদের অলঙ্কার দিয়ে রাখবো ঢেকে,
তারার সাথে যদি থাকি মিশে
তোমাকে ছুঁয়ে যাবো উল্কা বেসে ।
ফুল হয়ে আসি যদি ফিরে
সুগন্ধ দেব তোমায় অঙ্গ ভরিয়ে,
মালি হয়ে থাকি যদি এই মালঞ্চে
আবার জন্ম নিলে,এই মাটিতে,
দেখা হবেই জানি,তোমার সাথে ।
এক ই মোন নিয়ে ফের আসবো ফিরে
তোমাকেই শুধু দেখে যাবো নয়ন ভোরে
চিত্রাঙ্কন করে রাখবো হীদ মাঝারে ।
@...ইয়াসিন=২৪-০৭-১৯=