★★কি দোষ ছিল আমার বাবার-?★★
------------------------------
কলঃ-ইয়াসিন সেপাই
===========================
কি দোষ ছিল,আমার বাবার,তোমরা বলো,
অশ্রু চোখে পিতা হারা সন্তানের,ছিল প্রশ্ন
দিল্লির রাজপথে,বিবেক হারা মানুষের কাছে,
বাবা হারা সন্তান,মৃত্যুর কারণ চায় জানতে।
ছোট বয়সে ছিনিয়ে নিয়েছ তোমরা,মোদের-
বাবার স্নেহে ভরা হাত, মাথার উপর থেকে।
স্বামীর মৃত্যুর খবরে আমার মা,জ্ঞান হারায় বারে বারে,
ওদের বাবা ছিল,খুব শান্তিপ্রিয় মানুষ যে-- তোমরা ত জানতে!
তাকে দিলো না-কো,বাঁচতে! নরপশুরা এই-- পৃথিবীর বুকে!
পতাকায় মোড়া কফিন বন্দি,বাবার-পা ছুয়ে মা-বলে কেঁদে কেঁদে।।
মায়ের কান্নার চিৎকারে, ফেটে পড়ে আকাশ ধরণীর বুকে,
মিশে যায় দেশের রাজ স্যালুটের করুন বাঁশি, বেদনার সুরে,
স্বামীহারা বেদনার অশ্রুজলে,ভিজে যায়- কাফন, বাবার কফিনে!
তিরাঙ্গায় লেগে থাকা রক্তের দাগ,ধুয়ে যায় মায়ের চোখের জলে...।
সিঁথির সিঁদুর মুছে কি পেলি,বিধবা করে! তিন সন্তানের মাকে?
ওরে নরপশুর দল তোদেরও-ত, মা ছিল,বোন ছিল, সন্তান ছিল?
কি পেলি তাতে..সিদ্দি,কনক,রামের-বাবার-- প্রাণটা শেষ করে দিয়ে?
সদ্য বিধবার হৃদয় ফাটা আর্তনাদের-- অভিশাপে,নির্মূল হবে নরপশুর দল একদিন এই শান্তির-দেশ থেকে..।
★★★★★★★★★★★★★★
---------রচনাকাল/০৬-০৩-২০--