ক্ষুধার্থ শিশুর চোখের জল----
            অভিশাপ হয়ে মাটিতে না পড়ে--!
-----------------------------------------------
কলমে- ইয়াসিন সেপাই/18-05-2020=

চোখের জল গড়িয়ে পড়ে, ক্ষুধার্থ শিশুর শুকনো ঠোঁটে,,
নোনা জলে খিদে মেটায়, পরিযায়ী শ্রমিক এই মহান ভারতবর্ষে,,
নির্লজ্য বেহায়া শাসক, কিনছে এখন হাজার কোটি দামে,বুলেটপ্রুফ এরোপ্লেন..!
জালিম শাসক ভাবছে বসে,রেলের বাতিল টিকিট ফায়দা হলো কি শেষে..?
হাজার মাইল হেঁটে শ্রমিক,ফিরছে বাড়ি ভুখা পেটে সন্তান কাঁধে নিয়ে,,
রাষ্ট্র নেতা বলছে দেখো, Audit হবেনা pm- তহবিলে,,
ধনীজনের ঋণ মাফ করছে দেখো, দেশের মূর্খ শাসক গরিবকে শেষ করে,,
না খেয়ে মরছে কত দেশের গরিব শ্রমিক,দিন আনা দিন পরিবারে,,
রাষ্ট্র নেতা জানতে চায়না, দেশের শ্রমিক দিচ্ছে কি পেটে,,
এই মহামারী দুর্দিনেও,লাশের চিহ্ন দায়িত্ব দিয়েছে হিন্দু না মুসলিম,মিডিয়াকে..!
এ-লজ্জা কোথায় লুকাই, আমাদের এই মহান ভারতবর্ষেতে থেকে,,
এমন শাসক আর চাইনা, ফিরিয়ে দাও  মোদের আগের সেই ভারতবর্ষকে।।
       =================