শিরোনাম- #কেন_জানি_না/
কলম- ইয়াসিন সেপাই/
তাং ২২/০৭/২০২৪
যাবার সময় খুব করে সেজে ছিল সে.....
হারিয়ে গেল যেমন চাঁদ ভরা জোৎস্না মেঘের আড়ালে লুকিয়ে পড়ে ঠিক তেমনি করে।

কেন জানি না, সে কোথায় চলে গেছে.....
ঘুমের ফাঁকে, জানালার ফাঁকে যখন উকি দিই জোৎস্নার আলো,মনে হয় ফিরে এসেছে সে।

পাতার ফাঁকে ফাঁকে ওই দেখা যায় পূর্ণ চন্দ্রিমাকে.....
কাছে আসে না যে,বড্ড মন খারাপ নিয়ে ভাবি নক্ষত্রের ভিড়ে কত সুখী সে।

ভোরের আকাশে, পুবের কোনে শান্ত হয়ে.....
ললাটে শুভ্র তারার বিন্দি এঁকে, রূপের ছটায় মিষ্টি মাখা মুখে হাঁসিতে।

জানি ফিরে আসবে না সে, তবুও দুয়ার প্রান্তে বসে.....
সারাটা জীবন, ওগো তোমার আসার অপেক্ষাতে জীর্ণ সেই স্মৃতি জড়ানো কুঠির খানা-তে।

তোমার ওই ভূষণের কাজল কালি দুই আঁখি.....
যেন শ্রাবনের উড়ো কালো মেঘ বৃষ্টি হয়ে ঝোরে পড়ে মনের আঁখি বেয়ে।।

____রচনাকাল- ২০/০৬/২০২৪
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/