কালো মেয়ের
         না বলতে পারা কথা...
-----------------------------------
       কলঃ- ইয়াসিন সেপাই
            ১১/০২/২০২০
----------------------------------

মেয়ে......
আমি এক, গাঁয়ের মেয়ে,
                  গায়ের রং খুব কালো,
বাবুরা দেখে বলে,
                   নকশা খুব ভালো,
মনে তখন আনন্দে,
                   ছড়িয়ে যায় আলো,
মা-কে গিয়ে ছুটে বলি,
                   এই বাবুরা খুব ভালো,
তোমার মেয়ে কালো বটে,
                   নকশা খুব যথোচিত।

মা.........
মা আমায় কেঁদে বলে,
                 ওরে মোর আঁধারী
এই জগতে কালো যে,
                  বড্ড অবহেলি,
অমন করে বলে সবাই,
                  নেবে না কেউ আপন করি।
বলে যে জন অমন করে,
                  দেখবে তখন আলো জ্বালি।
বধূ বেসে চাইবে যখন,
                 যৌতুক নেবে কাঁড়ি কাঁড়ি
বুঝিস না মা..কেন যে তুই,
                  কালো মেয়ে সমাজে আটখেলি!

মা.......
পাত্র যখন এলো ঘরে,
                 তোর বিয়ের প্রস্তাব নিয়ে।
দেখলো যখন সবাই মিলে,
                 বল্লো সবাই নকশা ভালো ..
মুখ বেঁকিয়ে নাক সিটকে,
                 বল্লো সবাই,রংটা খুব কালো।
এ-জগৎ যে বড্ড নিষ্ঠুর মা..
                 জানিস নে-রে তুই আঁধারী...!
কালো পাথরের অঝর কান্না,
                 ওরে..শুনলো না-রে কেউই,
পাথর বুকে গড়িয়ে পড়া,
                 শুভ্র নির্ঝর্নি দেখলো সবাই.. !

মেয়ে.......
কেন-মা? ক্যানভাসে ত..কত ছবি,
               কালো রং দিয়ে যে আঁকে " !
কালো রঙে তুলির টানে,
              বেশ ত,ছবি", ফুটিয়ে তোলে !
কালো রং ছেড়ে মা,হয় না ছবি,
              মনের মত কোনো চিত্রকারেরই !
কালো রঙের ছবির,অনেক দামে,
              হাট বাজারে ওঠে হেঁকে হেঁকে !
অনেক টাকা দাম দিয়ে সব,
              নিয়ে যায় বাবুরা ঘর সাজাতে,,
তবে কেন বাবুরা, মা-আমায়,
              নিয়ে যায়না ঘরে সিঁথি রাঙিয়ে?।
           =================
           =====================