কাগজের তরী
কলমঃ-ইয়াসিন সেপাই
_______________★_______________
অবকাশ যদি নাহি থাকে, পত্র দিস ভাসিয়ে...
পিছু মোড়ে নাহি দেখিও,নিষ্ঠাবান বিশ্বাসে....
অপেক্ষায় আছি,উজান নদীর তীরে বসে...
অগম আঁখি মেলে,শশীপ্রভার স্রোতে দিকে।

পৌঁছে যাবে তোর,পত্র, তরঙ্গে দুলে দুলে...
ভাটিয়ালি সুর,তুলিবে মাঝি, বৈঠার টানে...
ভাটিয়ালির সুর, যেন পত্র লিখন গাথা সুরে...
মাতাল নদী বহিছে তির'তিরিয়ে পত্রের ছন্দে।

কাগজ-তরী,বাহিবে-নদী,প্রেমের-বোঝা নিয়ে...
মিলন হবে,এপার-ওপার, প্রেমের জন্মদিনে...
তোর-ই পত্র পড়িব আমি, দুই ঠোঁটে চুম্বনে...
গোলাপ কুঁড়ি,উন্মেষ মনে,সুরভী অঙ্গ জুড়ে।

না দেখা তোরে মুখের ছবি,পেয়েছি পত্র জুড়ে...
মনের ঘরেতে রেখে দিলাম, চিত্তের দেয়ালে...
গাঁথা মালা শুকনো পুষ্প নিচয় "রবে পাশে...
মুঠোয় ভরে সুগন্ধি, রেখে দিলাম তোর নামে।

উলঙ্গ চরণে হেঁটে চলেছি, পত্রে লেখা নাম ধরে...
না দেখিয়া তোরে মুই,এরই নাম কি পিরিতি রে..?
প্রেমের পাগল আমি নই, প্রেমিক আমি অবশ্যই...
রেখে গেলাম বালুতে লিখে,প্রেমিক নামটি তীরে।

পত্র যখন ভিড়বে তীরে,বালুচরে লেখা নামের গায়ে..
মিলন হবে অগোচরে, দুই মনের না দেখা স্মৃতিতে...
হওয়ার ঝোঁকে উড়বে পত্র,অঝোর বারী গগন চিরে..
শ্রাবণ স্রোত বয়ে যাবে,বালুর বুক আনন্দ অশ্রুতে।।