শিরোনাম- #জোৎস্না_মাখা_পিরিত/
কলম- ইয়াসিন সেপাই/
তাং-7/07/2024
চাঁদের আলো দেখবি যদি আয়,
মায়ার বাঁধন কারে কয়,
আসমান হতে জমিন বুকে
মাতাল জোৎস্না প্রেমিক ভালোবাসায়।

নদীর তীরে বালুকনা গুলো
রূপ লাবণ্যে মাখামাখি আজ,
প্রেম চুম্বনে চাঁদের আলো
ভুবন বুকে যেন বাসর সজ্জা রাত।

কুঞ্জ বনে জোনাকিরা সব
বারাতি সেজেছে দলে দলে আজ,
মিতালি হবে আঁধার রাতে
জোৎস্না মেখে পিরিত দহনে রাত।

শুভ্র ফুলেরা সুভাষ ছড়িয়ে
বরণ করে নেবে প্রেমঞ্জলি রাত,
চাঁদের গায়ে কলঙ্ক মুছে দিয়ে
পরে নেবে গেঁথে রাখা ফুলের হার।
_______
রচনাকাল----০২/০৭/২০২৪/
পসচবঙ্গ/কলকাতা/হাওড়া/