যদি একদিন যায় হারিয়ে
কলম- ইয়াসিন সেপাই/
26/04/2020
-------------------------------------------
এত সুন্দর চাদর বিছানো সবুজে পৃথিবী,
যদি একদিন যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো,থাকতাম এই সুন্দর পৃথিবীতে।
এত সুন্দর গগন পুবের রবি,বিহানের কোলে, একদিন যদি যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো,রোজ ভোরে দেখতাম পুবের কোনে রবি-কে।
এত সুন্দর ভোরের স্নিগ্ধ শিশির সবুজ ঘাসে, একদিন যদি যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো,রাতের আলো হারা আঁখি নির গেছে ফুরিয়ে।
এত সুন্দর শুভ্র ফুলেরা রাতে সুগন্ধি ছড়িয়ে একদিন যদি যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো, ওর সাথে মিলিত হতাম গহীনে সুগন্ধি নিতে।
এতো সুন্দর চন্দ্রিমা,ঘোর আঁধারে,জোছনা যদি একদিন যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো,জোছনার রাতে, মিতালিত হতাম পাগলিতে আমাতে।
এত কৃষ্ণকায় রাতে ঋক্ষ খচিত আকাশমন্ডল একদিন যদি যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো,পাগলির সনে ধৃষ্ট উল্কা ঝরে পড়া দেখতাম বসে বসে।
এত সুন্দর চন্দ্রিমা,মেঘের সনে লুকোচুরিতে যদি একদিন যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো, চাঁদের সনে আমার রোজ কথা হতো রাতে।
এত মিষ্টি দক্ষিনা মিতালিত সুরভিতরঙ্গ,
যদি একদিন যায় হারিয়ে..!
তখন আমি কি করে বলবো,দক্ষিণ কোন বারান্দায় দাঁড়িয়ে কথা হতো ওর সাথে।।