জন্মতিথি (লাজমি)
কলমঃ-ইয়াসিন সেপাই
হাজার তারার ভিড়ের মাঝে....
উজ্জ্বল নক্ষত্র তুই,,
চাঁদের আলোয় মিষ্টি ছোঁয়ায়....
জীবন হোক মধুর,,
চোদ্দদিনের চাঁদের চাঁদনীর মত....
উজ্জ্বলতা হোক জীবন।
ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে....
পেরিয়ে এলি তুই শৈশব,,
একটি একটি বছর পেরিয়ে....
চোদ্দ পড়লো এবার,,
এমনি করেই প্রতি বছর....
জন্মদিন হোক বারে বার।
মাতা পিতা ও গুণীজনের....
আশীর্বাদ থাক তোর মাথায়,,
ফুলের মত ফুটতে থাকুক....
স্নেহভরা জীবন চিরকাল,,
মায়ার বাঁধন অটুট থাকুক....
সবার কাছে তুই বরাবর।
আদর মাখা জীবন কাটুক....
মিষ্টি সোনা লাজমির,,
বাবার আদর সাগর সমান....
মায়ের স্নেহ সেরা তুই,,
অনেক অনেক ভালোবাসা....
জন্মদিনে জানাই মুই।❤️
____পশ্চিমবঙ্গ-কলকাতা-রচনা 13/07/21