জীবন্ত মা...ঠাকুর দালানে-#
              __________________________
             কলমে- ইয়াসিন সেপাই/২২/১০/২০-
              ____________________________

মৃন্ময়ী প্রতিমাকে দেখছে..জীবন্ত মা, দৃষ্টি ভরে একা, নিষ্প্রতিভ চোখে,,
ছেলে এখন অনেক বড়, দেয়না সাথ হাতে হাত রেখে দুর্গা দালানে নিয়ে যেতে,,
তাই ত..আজ নিজেই পায়ে হেঁটে এসে দেখছি--- প্রাণ ভরে দুর্গা প্রতিমাকে,,

এমনি করেই যাক কেটে,কটা দিন মায়ের মুখ-- পানে তুলনায় থেকে,
আবার কবে দেখা হবে দুর্গা মা..তোমার ভুবনে সুন্দর  অবয়ব আমারে,,
আসছে বছর হয় কি দেখা, যদি থাকি এই--- পৃথিবীতে আমি বেঁচে...!

বাস্তবিক মায়ের খোঁজ নেয়না, প্রতি বছর-- অন্বেষণে রাখে,তুমি আসবে কোন মাসে...!
তোমার চরণে জায়গা থাকে না, অঞ্জলি দেব কোন খানে'' মুঠো ফুলে,
আসল মায়ের নাই পায়ে উপানৎ,ছিলকা পড়ে, চলতে গেলে লাগে...!

আসল মায়ের পরন ছেঁড়া, নতুন কাপড়ে মাটির দুর্গা রংবেরঙে ঝাপসা লাগে চোখে,
এক মুঠো অন্নর তরে, দুয়ার খোঁজি, হাড় পাঁজরা জীর্ণ শরীরে আর এক মা তোমাদের,,
খাবার ইচ্ছে জাগে না যে মায়ের,রাখে খোঁজ-- থালা ভরা প্রসাদ তৈরি আছে..?

রক্ত মাংসের মায়ের খোঁজ রাখে না,আজকাল, মাটির প্রতিমাকে নতুন রূপ দিতে,,
মাটির মাকে নিয়ে ব্যাস্ত হয়ে,ভুলে যায় জনম জননী জীবন্ত প্রতিমাকে,,
এটাই বাস্তব,,ভুল কথা নয়,মনে পড়ে পাঁচিল ঘেরা বিশাল বৃদ্ধাশ্রম দেখলে।।
        __________রচনাকাল- ২২/১০/২০২০/