===জন্মসুতোয় বাঁধা
ভাই বোনের
❤️বন্ধুত্ব❤️
______________________
বোন আমার সবার সেরা
দাদা- যে তোর ছায়া রে
বোন তুই কাঁদছিস কেন?
আমার হাত যে তোর মাথায় রে।
বোনের আমার যে মিষ্টি মুখ
সৃষ্টির দেওয়া মুখের হাসি যে
হাসি দেখে চাঁদ ও লুকায়
আমার দেখা বড় পাওনা রে।
আমি তোকে দেখবো বোন
নব বধূ নতুন সাজ লাজে রে
আমি যে খুব খুশি হবো বোন
লাল রাঙা জোড়া হাত দেখে রে।
ভাই বোনের ওই স্মৃতি গুলো
একলা পোড়ে থাকবে রে
ছোট বেলার স্মৃতি গুলো সব,
বোন-বিলীন হতে দেব না রে।
তুই বরের ঘরে যখন জাবি চলে
দাদা তোর রবে একলা পোড়ে,
মনে যখন পড়বে তোকে বারে
নয়ন বারী ঝরবে দু-চোখে রে।
দাদা তোর ছোট বেলার স্মৃতি গুলি
রাখবে সযত্নে মনের সিন্দুকে,
আমি এখন বড় একা যে বোন
তুই না থাকার মনের যন্ত্রনাতে ।
তুই থাকবি বোন, বরের ঘরে যখন
থাকবে দোওয়া,তোর সাথে বোন
মেঘ হয়ে ছায়া দেবো তোকে
সারা জীবন তোর মাথার উপর রে,
বরকে নিয়ে থাকবি ভুলে
দাদার কথা না মোনে আর পড়বে রে।
এই দোয়া ত, সারা জীবন,বোন আমি
চাইতাম আল্লাহর কাছে রে
আজকে রে খুব খুশি যে বোন
তোর দাদার মনের গভীরে।
এই ভাবে তোর জীবন কাটুক
সাজানো কুঞ্জ বোনে-তে
দেখবো আমি মোন ভোরে তোকে
তুই থাকবি যখন হেসে খেলে
প্রজাপতি হয়ে ফুলের বাগিচাতে।
দুঃখ তোর নাহি আসুক এ জীবনে
সুখে রোইবি বরের ঘরে-তে
তুই যে আমার ছোট বেলার
আদরের সেই মিষ্টি বোন রে।
ভালো থাকিস সুখে থাকিস
ভায়ের আদর ছেড়ে রে
এই কামনা করি আমি
মহান স্রষ্টার দরবারের তে।
========
@...ইয়াসিন /০৩/০৮/১৯