★★ঈশ্বরের দূত★★
কলঃ-ইয়াসিন সেপাই
28/03/2020
++++++++++++++++++++++++++++++++++
আমরা সব চিকিৎসক------সেবা মোদের ধর্ম,
ভাইরাসকে করবোই--------বিশ্বে আমরা মুক্ত,
মৃত্যুকে করিনা ভয়‛--------মানুষ সেবার জন্য,
দিন রাত এক করে-------চিৎসায় মোরা লিপ্ত।
কেউ আমার মা-------কেউ আমার ভাই-বোন,
আমি নিয়েছি শপথ-------মৃত্যুকে ভুলে এখন,
ভুলেছি আমি আজ--পরিবার আত্মীয় স্বজন,
মানুষ আজ বিপদে--------ঘরে কি টেকে মন।
মরণঘাতিক নিচ্ছে কেড়ে-----কত শত জীবন,
বিবেক মোরে বলে-------থেকো না বসে এখন,
ঈশ্বরের নাম নিয়ে------বিনাশ মোরা করবোই,
হে ঈশ্বর তুমি মোদের--------দাও শক্তি এখন।
ডাক্তার,তোমায় স্যালুট-------জগৎ বীর তুমি,
নিজের প্রাণ ঝুঁকি নিয়ে------রত সেবায় তুমি,
তোমাদের সেবায় যে-------বাঁচবে কত জীবন,
চিকিৎসক পৃথিবীতে------ঈশ্বরের দূত এখন।
======================
রচনাকাল- 27/03/2020