#হারিয়ে_গেছে_অধীনতা
______________★★★_______________
কলমে- ইয়াসিন সেপাই/
________________★__________________
এ-যে জলন্ত সিগারেট ক্যানসার ভাইরাস ধোঁয়া,
ধাবনরত হয়ে তমাসবৃত,মসনদ হতে স্বদেশ আকাশে.....!
জীবন্ত পাদপ বেঁচে থাকার লড়াই শুরু হয়েছে মনেহয় বদ্ধসংস্কার অন্ধকারে,
ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির মান দন্ড রূপান্তরিত হয়ে ছিল যেমন, রাজদণ্ড রূপে কোন এক কালে।।
তার-ই পুনরাবৃত্তি দেখতে চলেছি মোরা,কোন এক স্বাধীন নামক রাষ্ট্রে,কিছু রাজনীতি সুকুনের উৎপাতে
,হিংসার আঁতুরঘর জন্ম নিচ্ছে প্রদেশ হতে দেশ,
মনগড়া আইনে,রাজ শক্তির ক্ষমতার বলে.!

হায়রে আমার সোনার ফসল ফলানো স্বদেশ,কার আধি বন্দি হোলি উপসংহারে".!

শত শত বছর শাসন হতে, মুক্তি এনেছিল লাখো লাখো যোদ্ধা রক্তের বিনিময়ে,স্বদেশ সম্মান ফেরত পেতে!
সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিলো আজ,এক-
নায়কতন্ত্র শাসকের জাবড়ান মনোভাবে,
ধীশক্তি অবনমিত আজ,শত শত বাহিরত বার্তাজীবী পুরোবতীভাবে..!!
এ কোন জন প্রশ্ন নেই জনগনের মুখে.? অন্ধ হয়েছে সব স্বার্থের ভক্তি চরমে,কালো চশমা পরে,।
ওরে রাজ নেতা স্বদেশ আমার জন্মভূমি,দেবনা- কবালা,,কোটি সন্তানের ছায়া,নকশিকাঁথায় সাজানো মায়ের আঁচল টুকরো টুকরো করে।

হায়রে আমার সোনার ফসল ফলানো স্বদেশ,কার আধি বন্দি হোলি উপসংহারে".!

শাসক বেরিকেট ভেঙে দাও--গুঁড়িয়ে দাও,,ওঠায় তিরাঙ্গা হাতে, মুষ্টি উঁচিয়ে জয় হিন্দ উচ্চারণে,
পরাধীনতা হতে স্বাধীন এনেছিলে যেমন গগনচুম্বী- মুষ্টি উঁচিয়ে অত্যাচারীর বিরুদ্ধে-------
সেই হাতে ওঠাও তোমরা ত্রিশূল,স্বদেশ আমার মা, লুন্ঠিত হতে দেবনা মোরা একশো তিরিশ কোটি, সন্তান প্রাণবন্ত থাকতে।
মসনদে বসে শাসক বলছে স্বদেশ আমার উপাসক, মায়ের রক্তে নিলাম ডেকে বুঝে নেয় হিসাব,,বলছে- আমি বড় স্বদেশ ভক্ত দরবেশ।
শাসক শোষনে কেড়ে নেয় এক ফোটা জল গড়িয়ে পড়া মাটিতে স্পর্শ কাতরতার মুখ থেকে ।
সোনার দেহে ঘাম ঝরিয়ে,বীজ রোপন করছে মাটির গন্ধ শুঁকে যে জন দেশেই উন্নতির তরে,
তাদেরই বিভক্তি করতে শাসক রাজপথে রোপন করছে,লৌহনর্মিত গজাল দুই পা ভেঙে দিতে.!!

হায়রে আমার সোনার ফসল ফলানো স্বদেশ,কার আধি বন্দি হোলি উপসংহারে".!
______________রচনাকাল- ৩০/০১/২০২১/