হারিয়ে_ফেলেছি...
কলম✒️..#.ইয়াসিন_সেপাই/
শৈশবের সূতার গুলি হারিয়ে ফেলেছি,বড়ো হওয়ার পথ খুঁজতে খুঁজতে.....
বাবার হাতের আঙুল ধরে চলা সেই পথ হারিয়ে ফেলেছি, জীবন নদীর ঘূর্ণি পাকে.....
ছেলে বেলা দল বেঁধে ফুটবল মাঠে কাদা মাখামাখি হুল্লোড় গুলো হারিয়ে ফেলেছি,
চকচকে বুটসুট টাই পরে পারফিউম গন্ধে.....
চেনা পথ,চেনা মাঠ, চেনা সবুজ হারিয়ে ফেলেছি,দুরন্ত রাস্তায় ছুটন্ত গাড়ির গতিবেগে....
বিহান বাতাস,তপ্ত মেঠো পথ সন্ধ্যার ঝিঁঝিঁ ডাক হারিয়ে ফেলেছি,
ফ্লাশ লাইটের ঝলকানিতে....
তেপান্তরের মাঠে ধুলো ঝড় হারিয়ে ফেলেছি,বড়ো বড়ো অট্রলিকার বারান্দায় বসে.....
বর্জিত পায়ে কর্দম ভরা মেঠো পথ গুলি হারিয়ে ফেলেছি,
কংক্রিটের রাস্তা পারাপার করতে করতে....
ঝড়ো হাওয়া বৃষ্টির টাপুর টুপুর শব্দ হারিয়ে ফেলেছি,বদ্ধ ঘরে বর্ণময় কাঁচের জানালা ঘিরে...
ঝম ঝম বৃষ্টিতে ছুটে চলা আম কুড়ানো গাছতলা হারিয়ে ফেলেছি,
ব্যস্ত জীবনে ফাইল গুলো গোছাতে গোছাতে.....
কালো জলের ডোবায় ঘেঁগর ঘেঁগর ব্যাঙের আওয়াজ হারিয়ে ফেলেছি,
সুপার লাক্সারি ঝাঁ চকচকে গাড়ির শব্দে....
লণ্ঠনের শিখায় কালো কালি মাখা হাতটা আজ হারিয়ে ফেলেছি,
জীবনের হিসাব রাখতে কলম হাতে ধরে...
মায়ের শাসন,বাবার চিল্লানি হারিয়ে ফেলেছি,বেড়ে ওঠা পরিণত কর্মজীবনের উপার্জনে.....
ভাই বোনের ঝগড়া,রাগ অভিমান হারিয়ে ফেলেছি,
নিজেকে অকম্পিত করতে করতে....
গুরু জনদের সম্মান, মাস্টার মশাইয়ের বেত্রাঘাত ভয় হারিয়ে ফেলেছি,
আমিতে আমিত্ব ভাবতে ভাবতে....।।

____রচনাকাল/ ১২/০৯/২০২৪
©® পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/