★হাজার নক্ষত্রের একটি ঈশ্বর চন্দ্র তুমি★
=কলমে- ইয়াসিন সেপাই=
তাং- ২৯/০৭/২০২০
===========================
হাজার নক্ষত্রের একটি, বিদ্যার সাগর তিনি-
এলেন দ্বীপ জ্বেলে-আঠারোশো-কুড়ি,,
ভুবন বুকে,বিদ্যার সাগর,নামটি রেখে গেলেন,
মায়ের কোল ছেড়ে চলে গেলেন,আঠারো শত এক্কা নব্বুই,,।
বিদ্যার সাগরের হাতে খড়ির সালটি ছিল, শ্বর্ণে লেখা আঠারোশ উনত্রিশ,
শিক্ষার জগতে গুরু তিনি,জ্ঞান লাভ করিলেন বাংলা,সংস্কৃত ও ইংরাজি ।
আঠারোশো ঊনচল্লিশে-পেলেন তিনি উপাধি ইংরেজ সরকার পক্ষ হতে,,
বাঙালির মাথা উঁচু করে, দখল করলেন প্রথম স্থান,আঠারোশো এক চল্লিশে,,।
ইংরেজ সরকার দিলেন তানাকে ১০০-টাকার পুরস্কার,,
সংস্কৃত কবিতা রচনা করে পেলেন আরো- ১০০ টাকা ও মান,,
শিক্ষা গুরুর হাতের লেখায় পেলেন তিনি, আরো 8 টাকা উপরি সম্মান।
ইংরেজের পাওয়া সম্মানের চেয়ে,ঢের রেখে গেলেন ঈশ্বর চন্দ্র নাম টি তার।
বাংলার আকাশে নক্ষত্রের মাঝে লেখা আছে তানার বর্ণপরিচয় ।
পুব আকাশে উজ্জ্বল নক্ষত্র রূপে রোজিই ভেসে ওঠে বিদ্যার সাগর উপাধি তার।।
-------------------------
রচনাকাল-ইয়াসিন সেপাই/২৯/০৭/২০২০