গরিব দুখী
দুই ভাই
~~~~~~~~~~~~~~~
কার জন্যে তুই কেঁদে মরিস
ওরে গরিবের দুই ধন
এই জগতে কে আছে তোদের
এমন আপন জন।।
ক্ষনেক তরে তুই ভবে এসে
কান্না হাসি পালা শেষে
একা কেঁদে ভাসবে তোদের বুক
এ জগৎ বড়োই নিষ্ঠুর
দেখনা তোরা নয়ন খুলে গরিব ধন।
নতুন সাজে দেখছে ঠাকুর কতজন
তোদের কেউ দেয়না কিছু
নয়ত তোরা ওদের কেউ আপন জন
গরিব দুখীর আর্তনাদের জলে
কি আছে বোঝেনা ধনী বাবু সাহেব জন।
@...ইয়াসিন/০৩-১০-১৯/