গহীন রাতে জ্বলছে মনীষা...!!
     =======================
🖋️কলমে-ইয়াসিন সেপাই/০৩/১০/২০২০

ভারত মাতার বেটি মনীষা, জ্বলছে গহীন রাতে,
স্বৈরাচারী শাসকে-র-- মশাল স্ফুলিঙ্গে...!
রক্ষক এখন চাঁটা গোলাম,ভাবছে আইন মোদের পুতুল হাতের,,
উচ্চবর্ণের হিন্দু পুরুষ কালো রাতে উল্লাসে, জাত বিচারে মা-বোনেদের জীব..টেনে ছেঁড়ে----
বলছে ওরা বেটি বাঁচাও,বেটি পড়াও,দেশের নেতা,, বড় বড় হডিংয়ে।

স্বৈরাচারী শাসক এখন দেখছে বসে কুরসী ধরে তামাশা--মহানন্দে..!
দেশ-টাকে এখন বানিয়ে ফেলেছে,ব্রিটিশ অত্যাচারী চেয়ে কম নয় কিছু তে,,
কুকুর মরলে ঝড়...ওঠে টুইটে, রাষ্ট্র নেতার কলম হতে...!
ধর্ষণ কাণ্ডে নীরব থাকে রাষ্ট্র নেতার কলম দেশের বেটি আসিফা ও মনীষা মরলে...!!

অপরাধী অপলাপ রাখতে,ঘর বন্দি রাখে দেশের প্রহরী মনীষার পরিবারকে..!
জ্বলছে চিতায় মেয়ের লাশ, বাবা মায়ের আর্তনাদ,বন্দি চার দেওয়ালে...!
লাওয়ারিস মত জ্বললো চিতা,ভারত বেটি মনীষার,, বাবা মায়ের চোখের সামনে,,
কেন এমন হলো,, জাত ছিল তার হিন্দু দলিত ছোট বলে...?

দেশের আইন কাঠের পুতুল,,উঙ্গলি টানে সুতোর ধাঁধায় নাচ দেখায় দেশ বাসীকে..!
তিন তালাক ঘুম উড়েছিল রাষ্ট্র নেতার মুসলিম নারীর অধিকার দিতে,,
হিন্দু দলিত ছোট জাতের,মৃত্যু মিছিল শেষ হবে- কবে, এই ভারতবর্ষে,
ওরে রাজা ওরে উজির,দেখনা চেয়ে স্বাধীন ভারতে পতাকার রং কি আছে,,
নর ও নারীর অধিকার হোক না সমান,ধর্ম জাত ছুড়ে ফেলে দিয়ে।

উঁচু হিন্দুর কুল ও মান, নিচু জাত দলিত-কে ছুলে,যাবে সাত জনমে স্বর্গ বাস চলে...!
এটা মোদের ভারতবর্ষ  যায়না মানা জাত বিচারে মানুষ খুন বারে বারে..!
জ্বলছে ভারত মায়ের এক দলিত কন্যা সন্তান,,
জ্বলছে দেশের আইন কানুন জ্বলছে দেশের গণতন্ত্র সংবিধান..!!
গর্জে ওঠোর সময় হয়েছে হে মানব সমাজ,এই পৃথিবীর শ্রেষ্ট গণতন্ত্রর মহান ভারতবর্ষে।।