#ঘুমন্ত_রাজার_দেশ...
কলমঃ--ইয়াসিন সেপাই/
~~~~~~~~~~~~~~~~
নিদান জন অম্লাজান হিনে ,
ভাসছে লাশ যমুনার পাড়ে,
ধর্ম যুদ্ধ মানবতা কাড়ে,
মূর্খ শাসক মসনদে বোসে।।
ছিড়ছে লাশ সুকুন চিলে,
দুর্ভাগ্য জন্ম এই দেশেতে,
শাসক বসে বলছে মুখে,
স্বর্গ ফিরি এই রাম রাজত্বে।।
বাবার কাঁধে ছেলের লাশ,
নাই অম্লাজান দেশে আজ,
বল্লে তুমি রাজদ্রোহি বাজ,
এইটা এখন মোদের রাজ।।
কুকুর ছিঁড়ে খাচ্ছে নর নার,
বলছে এখন নাইজিরিয়ান লাশ,
দেশটা এখন লাশের পাহাড়,
শ্বসান ঘটে আয়তা নেই গো আজ।।
ছুটছে মানুষ দুই হাত পেতে,
বেঁচে থাকার একটু স্বপ্ন নিয়ে,
কার কাছে যাই জীবন পেতে,
কোন পথে যায় দিক হারিয়ে।।
বোনের লাশ ভায়ের কাঁধে,
নিভৃতে গড়িয়ে আঁখিজলে,
মায়ের আঁচল শূন্য আজ,
কাফন মোড়া শ্বসান ঘাট।।
____রচনাকাল ১৭/৫/২০২১