ফেরিওয়ালার=
                   নাগর=
___________________________
খুঁজতে বার হলাম প্রেমের নগর
খুঁজে আনলাম নাগর
যে নাগর কে বেসে ছিলুম ভালো
আঘাত করেছে আমায় সে
বাঁকা ঠোঁটের হাসির রেখায়।

যে কষ্ট দিয়েছে নাগর আমায়
আলো ও দেয়নি অন্ধ কে সে কষ্ঠ
নাগরের কাছ থেকে যা পেয়েছি
তা শুধু বিশ্বাসের অবিশ্বাস ।

কি প্রতিদান পেলাম আমি অন্বেষণে?
কি প্রতিদান পেলাম আমি নাগরের কাছে ?
তপ্ত মরুর বালুকা সাক্ষীর মাঝে
মরু ঝড়ের তীব্রতায় গড়েছিলুম
স্বপ্নের পিরিতি।

যার পিরিতের আসায় বুক বেঁধেছিনু
দেখেছিনু সুখের নীড় বোনার স্বপ্ন,
বিশ্বাসের কাছে পরাজিত আজ
নাগর রে ভালোবাসে ।

কার কষ্ট ,কিসের জন্য এই কষ্ট ?
চলেই তো গেলে,
মন দিয়েছো কারে,
দেহদানই কি ভালবাসা ?

    @...ইয়াসিন=২৫-০৭-১৯=