●ফাল্গুনীর অবকাশ●
              কলঃ- ইয়াসিন সেপাই
                 =16/03/2020=
          ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
ফাল্গুনী তুমি এবার বিদায় নেবে,বাহারি ফুল পড়বে ঝরে মাটিতে,
পলাশ ও শিমুল,কৃষ্ণচূড়া, সাজবে না আর ভুবন কুঞ্জ শাখীতে,
ফাল্গুনীর বিদায় বেলায় শুকনো ফুলে, মর্মরে শব্দে,করুন সুর বেজে উঠবে,
ফাল্গুনের শুকনো ফুল পড়ে আছে,চিরনিদ্রায় ঢলে পড়বে মাটির কোলে!

মাতাল দক্ষিনা বাতাস ফিরে যাবে,ফাল্গুনীর বিদায় শেষে,অজানা কোন দেশে,
কোকিল গাইবে না আর সারাটা দিন,গাছের ডালে বসে সেই চেনা সুরে,
তরলমতিরা আর ভিড় জমাবেনা, বসন্তের শোভিত বাগান গুলিতে,
মধুবসন্তের ফুলের মধু নিয়ে মৌমাছিরা  উড়ে যাবে,যে যার আপন ঘরে!

কোচি পল্লবের দোল খাওয়া হবে না আর দক্ষিণ মৃদুল গন্ধবাহ পরশে!
চৈত্রে প্রখর রোদে তপ্ত পল্লবের গাছেরা,দিন গুনবে ফাল্গুনীর অপেক্ষাতে!
আবার কবে আবির্ভূত হবে ফাল্গুনী তুমি,ভুবন মাঝে ফুলে ফুলে,
কুঞ্জে কুঞ্জে আর ভরবে না শাখী, ফাল্গুনী তুমি না এলে এই ভুবনে।
     __________________________
          রচনাকাল- ১২/০৩-২০২০
            ================