কবিতা- ফাল্গুনী তুমি কার লাগি.?
কলমে-ইয়াসিন সেপাই
_______________________________________
ফাল্গুনী তুমি কার লাগি-----------
ফিরে আসো বারে বারে,পলাশ বনে রাঙা সিঁথিতে কুঞ্জ তলে ফুলের হিন্দলে.?
ফাল্গুনী তুমি কার লাগি------------
সাজাও যতনে লাল পেড়ে হলুদ-রাঙা শাড়ি ও কৃষ্ণ- চূড়া তাগাতে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
এঁকে যাও দুই আঁখিতে, কোকিল ভূষকালী বুরূল টানে মুকুর সমীপে.?
ফাল্গুনী তুমি কার লাগি------------
পলাশ রাঙা চেরি লাল ঠোঁটে, যৌবনর ঢেউ তোলো রাধা-কৃষ্ণচূড়ার তলে.?
ফাল্গুনী তুমি কার লাগি------------
নাকের নোলক কাঁপিয়ে তোলো তর-তরিয়ে প্রেম- পিরিতে ফাগুনের আগুন বিকেলে.?
ফাল্গুনী তুমি কার লাগি----------
ফাগুন বনে পলাশ কুড়িয়ে গেঁথে দাও কবরীতে  জতন করে আদর সোহাগে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
ওড়াও রেশমী ঘন কালো কেশ বাহারি, দক্ষিণ বাতাসের তালে তালে ওমন করে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
ললাটে আঁকো বিন্দি চন্দন ও কুমকুমে যেন পুব আকাশে ভোরের কচি অংশুমালি.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
হরদম ছন্দে ছন্দে, নেচে চলো কোকিলের সুরের তালে, নুপুর ঝুমঝুমে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
রোজ ছুটে যাও দুধ সাদা আলতা পায়ে, শুকনো পাতা মর্মরিয়ে পলাশ বনে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
নিঝুম রাতে জোৎস্নাকে সাক্ষী রেখে, অপেক্ষারত থাকো বারে বার.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
নক্ষত্র খচিত আকাশে চেয়ে থাকো, ওই উজ্জ্বল তারাটির পানে বারে বারে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
জোৎস্নামাখা নদীর বালু চরে অকুলিবিকুলি আঁখিতে চেয়ে থেকে স্বপ্ন আঁকো.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
মল্ললের ভাটিয়ালি সুরে সুর তোলো, এক মনে কুলে বসে আনমনে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
দক্ষিণ বাতাসে কান পেতে থাকো, ফাগুন বসন্তের বিকেল বেলাতে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
ফুলের বাগে,অলির কানে কানে কথা বলো, একলা এসে চুপিসারে.?
ফাল্গুনী তুমি কার লাগি-----------
তরল মতির ইচ্ছে ডানার ভর করে, উড়ে যেতে চাও সাজানো কুঞ্জবনে বনে.?
ফাল্গুনী তুমি কার লাগি------------
ঝরে যাওয়া ফুল কুড়াইয়ে সাজাও যতনে, ফুলমালা গাঁথ দুহাতে আদর করে.?
________________রচনাকাল-০১/০৩/২০২১