#ফাগুনে_অন্বেষণে_আমি...!
______________★★★________________
          #কলমে_ইয়াসিন_সেপাই__
             ===============
ফাগুনের ঝরান পল্লবের মাঝে, খুঁজি আমি শত বেদনার সুরে তোমাকে,
পাবো কি দেখা জানিনা,নীরস ঝরা পাতার মর্মরে শব্দে থাকি তবু শিষ পেতে,
ঝুম ঝুম শব্দ ভেঁসে ওঠে যদি.! নীরস পাতার ভিড়ের  মাঝে চেনা সেই নুপুরে,
ফাগুনের মাতাল হওয়ার ঝোঁকে,নীরস ঝরা পাতা আমার পদচরণে জড়ায়ে--,
যেন বলছে এসে ওগো আমি এসেছি তোমার খুব কাছে সংগোপনে,।

আমিও ত থাকি এই দিনটির অপেক্ষাতে, তোমার আমার স্মৃতি জাগ্রত করতে,
এমনি করেই যায় কেটে, মম তোমাকে নিয়ে কত কত বত্সর সেই পলাশ বনে,,
মন চায় তুমি আসবে,মম অগ্রে পাদাভরণে নূপুর তালে ছন্দে ছন্দে,
তাই ত আমি বছর শেষে পাতা ঝরার অপেক্ষায় থাকি তোমার নুপুরের নাদ শুনবো বলে,
তোমাকে খুঁজে পাই,রুম রুম ঝুম ঝুম চেনা শব্দ ঝরা পাতার মর্মরের মাঝে,।

কত সময় থেকেছি আমি তোমার অপেক্ষাতে কত সুখ দুঃখ মাথায় নিয়ে,
শুনেছি কত পাখিদের কলতান,অপেক্ষায় থেকেছি কখন তুমি সুর তুলবে বেণু-তে,
বত্সর শেষে,পর্যায়কাল শেষে পাগলিনি বেসে,,
পড়েছি ঝরে তোমার পদচরণের ধূলি নিতে,
দিওনা পায়ের চাপে দুমড়ে মুচড়ে,ছিন্ন মুলের যন্ত্রনা নিয়ে পোড়ে আছি বুকে,
তোমার পাশে বসে শুনবো আমি, বলবে, যে-কাব্য তুমি লিখেছিলে,,

রোজনামচা বিকেলে,পলাশ বনে বসে,মনে মনে গুনগুনিয়ে লিখতে কর্ণান্তরে,
কার ভাবনায় লিখতে কাব্য, জানবো আজ আমি তোমার কম্পতি ঠোঁটে,
চোখে চোখ রেখে পড়বে কবিতা,দেখবো আমি ওই দুটি নয়ন-কোনে দৃষ্টি রেখে,
না জানি কি লিখতে তুমি মন-ভাবনার কলম ধরে তোমার বুকের খতের বহিতে,,
অবাধ করবে তুমি আজ, তোমার লেখন যত কবিতা আমায়, অগ্রে হইতে।।
       _____________রচনাকাল__১২/১২/২০২০/