কবিতা- #ফাগুন_তোর_বাহার
কলমঃ-#ইয়াসিন_সেপাই
-----------------------
ফাগুন তুই পেইলি কোথায়......
এতো রঙের বাহার,
তোর কাছে মুই থাইকা যামু......
নিবি আপন কইরা,
রঙের চূড়ায় বইসা বইসা......
ভাষায় দিমু মনটা,
মনের খাতায় লিখে রাইখুম......
তোর মোর নামটা।

কৃষ্ণচূড়া সেজেছে দেখ......
নববধূ লাল পেড়ে শাড়িতে,
পলাশ বোনে বসন্তের দূত.......
সানাই সুরে ডালে ডালে,
দক্ষিণ বাতাস উড়িয়ে দিয়ে.......
হলুদ লাল ফুলে ফুলে,
বরণ করছে ফাল্গুনী তোকে......
পুষ্পে পুষ্পে শাখিতে।

মৌমাছিরা গুঞ্জরীতে......
যৌবনি রস সংগ্রহে পুষ্পে পুষ্পে,
তরলমতি ইচ্ছে ডানার ভর করে......
ব্যাস্ত পরাগ মিলনে,
গোলাপ ডালি লালি ঠোঁটে.......
যেন কুমারী ফাগুন ভূষণে,
ফুলে ফুলে খুশির মিলন.......
বাগান জুড়ে শাখিতে শাখিতে।

পলাশ বনে চিত্রকার......
রং চুরিতে মত্ত পাগল বেশে,
কবির কলম ব্যাস্ত......
ফাল্গুনীর বর্ণনাতে দিতে দিতে,
কৃষ্ণচূড়া পাপড়ি উড়িয়ে......
বরণ করছে ফালগুনীকে,
বসন্তের দুত সুর তুলে.......
বার্তা দেয়,ফাল্গুনী এসেছে।।
_______রচনাকাল/ 06/03/2022
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/