শিরোনাম- #এলো_খুশির_ঈদ
কলম--#ইয়াসিন_সেপাই
ওই দেখো মা চাঁদ উঠেছে,
          বাঁশ-বাগানের ফাঁকে।
লক্ষ তারার ভিড়ের মাঝে,
           কচি চাঁদ বাঁকা হাসিতে।
ঈদের সাজে সাজব মোরা,
         নতুন পাঞ্জাবি ও টুপিতে।
সুরমা আতর সুগন্ধি মেখে,
       নামাজ পড়বো ঈদগাহতে।
রাগ অভিমান ভুলে সবাই,
     মিলবো একসাথে ঈদগাহতে।
তিরিশ রোজার সিয়াম শেষে,
          ঈদের খুশি আনন্দে মিলে।
ঈদ আসুক বারে বারে,
     বিশ্ব ঘরে মিলন ও প্রীতি নিয়ে।
ঈদের খুশি বাঁধ ভেঙেছে,
      বিশ্ব জাহান মনের ঘরেতে।
ঈদুল ফিতর ঈদুল ফিতর,
   বিলিয়ে দাও এতিম দুঃখী-র ঘরে।
মানব জাতির শ্রেষ্ঠ উপহার,
    কেউ রবেনা গরিব দুঃখী মনে।
দুহাত ভরে বিলিয়ে দাও,
     ফেতরা যাকাত গরিব দুঃখী-রে।
এতিম শিশু দু-চোখ মুছে,
     ছুটে আসে ঈদগাহের মাঠে।
বাবার দেখা পায়না যখন,
      মন খারাপে দুই নয়ন অঝোরে।
দুহাত বাড়িয়ে বুকে ধরে মোরা,
    ভুলিয়ে দেব দুঃখ গুলো আদর যত্নে।।
___________
রচনাকাল- 11/04/2024
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া...