#একুশে_আমার_ফিরে_দেখা
_______________★★★_______________
কলমে-#ইয়াসিন_সেপাই/২১/০২/২০২১//
____________________________________
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের রক্তে রাঙানো মাটি,
একুশ তুমি দেখেছিলে.......
ভাষা শহীদদের গগন চুম্বী এক মুষ্টি।,
একুশ তুমি দেখেছিলে.......
ভাষা শহীদদের চোখের কোনে জিদি,
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের অশ্রু রাঙা রক্ত বিন্দি।
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের জননীর রক্ত সিক্ত আঁচলে,
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের রক্তের প্রতীক হরিত ব্যেপে।
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের বিশীর্ণ দেহ মাটিতে সারি সারি,
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের ছেঁড়া পালে রক্তের প্রতীক।
একুশ তুমি দেখেছিলে.........
ভাষা শহীদদের বয়ে যাওয়া রক্ত স্রোত নদীতে,
একুশ তুমি দেখেছিল...........
ভাষা শহীদদের ভেঁসে ওঠা লাশ নদী সমাধিত।
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের নিথর বুকে অ, আ, ক,খ,,
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের রক্তে লেখা বাংলা বাগ্বিধি।
একুশ তুমি দেখেছিলে........
ভাষা শহীদদের ভাঙা চালায় উড়ন্ত নিশান,
একুশ তুমি দেখেছিলে.........
ভাষা শহীদদের বন্দুকে লেখা বাংলা আমার।
একুশে আমার মনে পড়ে------
পূর্ববাংলা আকাশ জুড়ে কস্তা সিঁদুরে মেঘ.!
একুশে আমার মনে পড়ে-------
মেঠোপথে বুটের শব্দে ধূলি ঝড় বয়ে যেত.!
একুশে আমার মনে পড়ে-------
পাখিদের ডানার ঝটপটানি ডালে ডালে.!
একুশে আমার মনে পড়ে--------
সবুজ ঘাসের আগায় চাপ চাপ রক্তের.!
একুশে আমার মনে পড়ে--------
সোনালী ধানের শীষে লেগে রক্ত নিষেক.!
একুশে আমার মনে পড়ে--------
জীর্ণ কুঠিরে সজন হারানো কান্নার নিনাদে-র.!
একুশে আমার মনে পড়ে--------
তুণ্ডুল বিহীন হাড়িতে ফুটন্ত জলের হাহাকার.!
একুশে আমার মনে পড়ে--------
কর্ষন মাঠে কৃষকের নিথর হাতে উড়ন্ত নিশান!
একুশে আমার মনে পড়ে--------
বাংলার আকাশে বারুদ গন্ধ মিশে থাকা ধোঁয়া!
একুশে আমার মনে পড়ে--------
নিশাচর প্রাণীদের দিক হারানোর ছুটন্ত যন্ত্রনা.!
একুশে আমার মনে পড়ে--------
গৃহপালিত প্রাণীদের জীর্ণ শরীরে পাঁজর কটা.!
একুশে আমার মনে পড়ে---------
মায়ের বুকে শিশু খুঁজতে থাকে দুধ এক ফোঁটা.!
---------------রচনাকাল/২১/০২/২০২১/