শিরোনাম- একটা পুরুষ......
কলমঃ--ইয়াসিন সেপাই/
_________________________
একটা পুরুষের পথচলার মাঝে হাজারটা প্রশ্ন করেছো তোমরা, যুগের পর যুগ ধরে..!,
প্রথমে তুমি একজন পুরুষ মানুষ না...?
যত দায়ভার তোমার কাঁধে-না....?
তুমি কাজ করো-না...?
তুমি কি কাজ করো....?
কত টাকা মাসে Income করো.....?
তোমার ঘরে বাবা মা, ভাই বোন আছে ত....?
তবে কেন তুমি ঘুরে বেড়াও....?
তোমায় সংসার করতে হবে-না....?
তোমায় সংসারের দায়িত্ব নিতে হবে-না.....?
তোমায় ভাইবোন ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে-না..?
তুমি জীবনে কি করেছ.....?
তুমি রোজ কোথায় যাও.......?
তুমি এখন কি করো.............?
তুমি কেন রোজ এই পথে যাও...........?
তোমার অত সাজ কিসের.....?
তোমার অভিমান কিসের....?
তুমি কিসের পুরুষমানুষ....?
তোমার কান্না কিসের.....?
তোমার আবার কষ্ট কিসের তুমি ত পুরুষ.....?

হাঁ...... আমি একটা পুরুষ...!!

উপনৎ হীন পায়েতে রোজ যখন এই পথে চলি
একবারও জানতে চাওনি............?
আমার কষ্ট হয় রোজ হেঁটে যেতে প্রশ্ন করোনি...........?
পেটের জ্বালা,আর পেটের খিদে মধ্যবিত্ত পুরুষের ঘরে কি জ্বালা কখনো জানতে চেয়েছো..?
এই মহামারির দিনেও একটা পুরুষ কি যন্ত্রনায় বাহির বার হয় কেন.? কখনো প্রশ্ন করেছ....?
পুরুষের চাপা কান্না দেখেছো...........?
পুরুষের কান্নার চিৎকার শুনেছ......?
পুরুষের মনের যন্ত্রনা অনুভবে থেকেছ.........?
পুরুষ কেন মিথ্যে কথা বলে জানতে চেয়েছো...?
পুরুষের অবিহেলিত জীবনে ভেবে দেখেছো..?
পুরুষের চোখের জল কেন গড়িয়ে পড়ে না জানতে চাওনি....?
পুরুষ একই পরিধানে দিনের পর দিন কাটিয়ে দেয় জানতে চাওনি...?
যখন সন্তান পুরুষ বাবার পায়ের উপর পা রেখে চলতে শেখে, তখনও প্রশ্ন করোনি...?
যখন সন্তান পুরুষ বাবার বুকের উপর পা রেখে চলে যায় তখনও প্রশ্ন করোনি...?
একটা পুরুষ যখন দিন মজুরির সামান্য কিছু উপার্জন নিয়ে ঘরে ফেরে, ভাইবোন বাবা,মা,সন্তানের মুখে একটু হাসি দেখার বিনিময়ে, তখন প্রশ্ন করোনি...?
তোমরা বলো ওটা ত পুরুষ মানুষের কাজ..!

পুরুষমানুষ খুব খারাপ না.....?

শুধু দোষারোপ করেছ যুগের পর যুগ ধরে..!

আজকে এই মহামারীতে ও ঝড়ের দুর্যোগে, ওদের ঘরে পুরুষ আছে ত..বাবা আছে ত..ও...ঠিক সামলে নেব,।।

তবুও পুরুষ মানুষ খারাপ.....?।।

______রচনাকাল- 12/5/2021